ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সাকিবের দলের মালিক গ্রেপ্তার, পাঠানো হয়েছে রিমান্ডে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগে লঙ্কা টি টেন সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠক্কর গ্রেপ্তার হয়েছেন। এই দলেরই গল মারভেলসের হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, প্রেম ঠক্করকে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পাল্লেকেলে স্টেডিয়াম থেকে আটক করেছে লঙ্কান স্পোর্টস পুলিশ। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
নিউজওয়্যার জানিয়েছে, লঙ্কা টি টেন সুপার লিগের দল গল মারভেলসের মালিক তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে সেই বিদেশি খেলোয়াড় তার প্রস্তাব নাকচ করে দেন এবং ফিক্সিং-বিরোধী ইউনিটের কাছে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিটের সদস্যরা তাঁকে বৃহস্পতিবার রাতে আটক করেন।
এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে পিরতে পারছেন না সাকিব আল হাসান। জাতীয় দলে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে আছেন শঙ্কায়। এই অবস্থায় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলে বেড়াচ্ছিলেন তিনি। তবে সেখানেও শেষ পর্যন্ত স্বস্তি পেলেন না।