৩৩ বলে ৬৫ রান, স্বরূপে ফিরলেন তামিম ইকবাল

তামিম ইকবাল
তামিম ইকবাল  © সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার ফেরাটা মোটেও সুখকর ছিল না। প্রথম ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচেই তামিম ফিরলেন স্বরূপে। সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নেন বাঁ-হাতি এই ব্যাটার।

আজ বৃৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তামিম। তার ইনিংসে চার ছিল ৮টি, ছক্কা ৩টি। টি-টোয়েন্টি ক্রিকেটে তার পঞ্চাশতম ফিফটি এটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ১৫ ওভারে।

দলকে উড়ন্ত শুরু এনে দেন তামিম ও মাহমুদুল হাসান জয়। দুজনের উদ্বোধনী জুটিতে ৮০ রান আসে ৬.৫ ওভারেই। শুরুটা করেন জয়। প্রথম ওভারেই অফ স্পিনার নাঈম আহমেদের বলে ছক্কা ও চার মারেন তিনি। দ্বিতীয় ওভারের প্রথম বলে সৈয়দ খালেদ আহমেদের বলে ওই কাভার ড্রাইভে তামিম পান প্রথম বাউন্ডারির দেখা।

শুরুতে কিছুটা এগিয়ে যান জয়। তৃতীয় ওভারে অভিজ্ঞ পেসার আবু জায়েদ চৌধুরিকে এক ছক্কা দুই চার মারেন তিনি। তবে তামিমও পিছিয়ে থাকেননি খুব বেশি সময়। চতুর্থ ওভারে তিনি তিনটি বাউন্ডারি মারেন ইবাদত হোসেন চৌধুরির বলে। প্রথম দুটি স্ট্রেট ড্রাইভে, পরেরটি কাভার ড্রাইভে।

এরপর জয়কে একরকম দর্শক বানিয়ে তামিম ছুটতে থাকেন দারুণ গতিতে। আবু জায়েদের পরের ওভারে মারেন টানা দুটি চার। পাওয়ার প্লের ৫ ওভারে ৬১ রান তোলে চট্টগ্রাম। পাওয়ার প্লে শেষেও অফ স্পিনার নাঈমকে টানা দুই বলে চার ও ছক্কা মারেন তামিম।

পরের ওভারে ইবাদত ফিরিয়ে দেন জয়কে (১৭ বলে ২৯)। অষ্টম ওভারে বাঁহাতি স্পিনার মাহফিজুর রহমান রাব্বির বলে পুল করে চার মেরে তামিম পঞ্চাশে পা রাখন ২৭ বলে। মাইলফলক উদযাপন করেন তিনি পরের দুই বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে টানা দুটি ছক্কা মেরে।

একটু পর থেমে যায় তামিমের ঝড়। আউট হয়ে যান তিনি পেসার তোফায়েল আহমেদক ছক্কায় ওড়ানোর চেষ্টায়। লং অফ থেকে বাঁদিকে সরে দারুণ ক্যাচ নেন সৈয়দ খালেদ আহমেদ।

প্রসঙ্গত, এর আগে গতকাল রংপুরের বিপক্ষে ব্যাট হাতে ১০ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরে যান তামিম। 


সর্বশেষ সংবাদ