জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা গ্রেফতার

জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা
জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও দেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনীর সাবেক অধিনায়ক সোহেল রেজাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। হত্যা ও নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নাটোর শহরের কান্দিভিটুয়ার নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে গ্রেফতার করে পুলিশ। সোহেল রেজাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।

মো. মাহাবুর রহমান বলেন, 'সোহেল রেজার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি বর্তমান সরকারবিরোধী উসকানি ও সরকারবিরোধীদের পক্ষে ষড়যন্ত্রে মদদ দিয়ে আসছিলেন। চলমান সনাতনী আন্দোলনেও তিনি উসকানি দিচ্ছেন বলে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। 

উল্লেখ্য, সোহেল রেজা বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের শেষ প্রজন্মের খেলোয়াড়। কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার সঙ্গে সামলেছেন আবাহনী এবং জাতীয় দলের রক্ষণভাগ। অধিনায়কত্ব করেছে আবাহনীর। দেশের জাতীয় দলে দাপটের সঙ্গে খেলেছেন সাত বছর। বিগত সরকারের আমলে তিনি নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence