অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ৪৬ বছরের রেকর্ড ভাঙল ভারত

অস্ট্রেলিয়ার উইকেটের পতনের পর কোহলিদের উদযাপন
অস্ট্রেলিয়ার উইকেটের পতনের পর কোহলিদের উদযাপন  © সংগৃহীত

অ্যালেক্স ক্যারির ব্যাট ফাঁকি দিয়ে বল স্টাম্পে আঘাত হানতেই ভোঁ দৌড় হার্ষিত রানার। ততক্ষণে অপেক্ষা ফুরিয়েছে ভারতেরও। ৫৩৪ রানের বিশাল টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমে গেছে ২৩৮ রানে। তাতে ২৯৫ রানের ঐতিহাসিক জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজে ১-০ এগিয়ে রইল ম্যান ইন ব্লুরা। 

অস্ট্রেলিয়া অতীতে চতুর্থ ইনিংসে সফলভাবে ৪০৪ রান তাড়া করে জিতেছে। লিডসে ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ জিতেছিল অজিরা। ভারতের বিপক্ষে পার্থে তেমনটা পারল না কামিন্সের দল। টেস্ট ক্রিকেটের ইতিহাস বলছে এত দিন সবচেয়ে বেশি ৪১৮ রান তাড়া হয়েছে। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট জয়ের জন্য ভারত অজিদের লক্ষ্য দিয়েছিল ৫৩৪ রানের। কামিন্সের দল সেখানে থামল ২৩৮ রানে। ফলে ২৯৫ রানের ব্যবধানে বড় জয় ভারতের। তাতে দীর্ঘ ১৬ বছর পর পার্থে টেস্ট জয় কোহলি-রাহুলদের।

আরও পড়ুন: ১৫০ করেও ৪৬ রানের লিড পেল ভারত

এদিকে অজিদের বিপক্ষে পার্থ টেস্ট জয়ে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভারতের সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের কীর্তি এটাই। এর আগে ১৯৭৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ২২২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেও জোর ধাক্কা খায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষেই বুমরাহ ও সিরাজের দাপটে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। স্কোর ছিল ১২ রানে ৩ উইকেট। চতুর্থ দিনের প্রথম সেশনে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় বোলারদের। উসমান খোয়াজা ও স্টিভ স্মিথের উইকেট নেয় ভারতীয় দল। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ১০৪ রানে ৫ উইকেট।

আরও পড়ুন: আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন পন্ত

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করেন ট্রেভিস হেড। অর্ধশত রান করেন তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে ট্রাভিস হেড ও মিচেল মার্শ ৮২ রান যোগ করেন। দ্রুত রান তুলছিলেন হেড। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু বুমরাহ তাকে ফিরিয়েই এই জুটি ভাঙেন। উইকেটের পেছনে ক্যাচ দেয়ার আগে ১০১ বলে ৮ চারে ৮৯ রান করেন হেড।  

হেডের বিদায়ের কিছুক্ষণ পর মার্শও বিদায় নেন। নিতিশ কুমারের বলে বোল্ড হওয়ার আগে ৬৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন মার্শ। শেষ দিকে অ্যালেক্স ক্যারি একাই লড়ে যান। তাতে অবশ্য বড় হার এড়াতে পারেনি তার দল। শেষ ব্যাটার হিসেবে হারশিত রানার বলে আউট হওয়ার আগে ৩৬ রান করেন ক্যারি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!