মিরাজের কঠিন পরীক্ষা আজ শুরু, পাস করবেন তো?

টেস্ট সিরিজের ট্রফি হাতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ
টেস্ট সিরিজের ট্রফি হাতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ  © সংগৃহীত

প্রথমবার টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটগ্রস্ত থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দায়িত্ব পালন করবেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্টটি শুরু হবে আজ রাত ৮টায়। বিভিন্ন কারণেই মিরাজের জন্য কঠিন পরীক্ষা শুরু হবে আজ।

বাংলাদেশর ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মাইলফলকের ম্যাচ এটি। ৫০তম টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। মাইলফলকের ম্যাচটা স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

অফস্পিনিং অলরাউন্ডারের চাওয়া, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার। যেহেতু ৫০টা টেস্ট খেলবো এটা দেশের জন্য, আমার জন্য অনেক ভালো একটা পাওয়া। আমি মনে করি দেশের জন্য ৫০টা টেস্ট খেলা অনেক বিরাট অর্জন। আশা করি, এটা আমার জন্য বড় অ্যাচিভমেন্ট থাকবে। এটা যেন স্মরণীয় করে রাখতে পারি।’

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে খর্বশক্তির দলের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতলেও সর্বশেষ তিন সফরে খালি হাতে ফিরেছে বাংলাদেশ। এই সময়ে ছয় টেস্টের সবকটি হেরেছে। এবার অবশ্য ভাগ্য বদলানোর কথা বলেছেন মিরাজ, ‘আমাদের টার্গেট থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা। কারণ এর আগে যখন এখানে খেলেছিলাম, টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি। বিশেষ করে একটাও জিততে পারিনি; শেষ চার বছরে যদি আমরা দেখি এখানে দুটা ম্যাচ খেলেছিলাম। আমাদের লক্ষ্য থাকবে জেতার জন্য এবং সবাই যেন পারফর্ম করে।’

প্রস্তুতি নিয়ে অবশ্য আশাবাদী তিনি, ‘দেখেন যে এর আগে আমরা অ্যান্টিগায় ভালো টেস্ট খেলিনি। খুব বাজেভাবে হেরেছি। এবার আমরা নতুনভাবে এসেছি। দশ দিনের মতো অনুশীলন করেছি, একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি এবং খেলোয়াড়রাও খুব ভালো প্রস্তুতি নিয়েছে। আমি অনেক আত্মবিশ্বাসী, আমার দল অনেক ভালো করবে। সবাই যেন ভালো ক্রিকেট খেলে জিততে পারি। সবাই যদি দল হিসেবে খেলতে পারি, আশা করি, এই টেস্টে ভালো একটা ফল আসবে।’

মিরাজকে কঠিন পরীক্ষার মধ্যেই পড়তে হবে। কেননা, অধিনায়ক ছাড়াও অভিজ্ঞ মুশফিকুর রহিম চোটের কারণে নেই। সাকিব আল হাসানও অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। তার পরেও মিরাজের প্রত্যাশা, ‘আপনি বলছেন আমাদের সিনিয়র ক্রিকেটার নেই। কিন্তু আমি, মুমিনুল, লিটন আছে। তারা অনেক অভিজ্ঞ। কখনও কখনও আমরা সিনিয়র ক্রিকেটারদের মিস করি। যেমন মুশফিক ভাই ইনজুরড, সে খেলছে না। অবশ্যই সাকিব ভাই নেই। উনি ইতোমধ্যেই বলেছেন অবসর নিয়েছে। এটা কঠিন হবে। কিন্তু তবু বিশ্বাস করি, আমরা ভালো করতে পারি। কিছু তরুণ ক্রিকেটার এসেছে, তাদের এই কন্ডিশনে পারফর্ম করার সুযোগ মিলেছে।’


সর্বশেষ সংবাদ