আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় যেসব বাংলাদেশি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:২৭ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৩০ AM
চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে সৌদি আরবের জেদ্দা শহরে বসবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। মেগা নিলামের উঠছে ৫৭৪ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ৩৬৬ জন এবং বাকি ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যার মধ্যে বাংলাদেশের রয়েছেন ১২ ক্রিকেটার।
গত ৩১ অক্টোবর শেষ হয়েছে আইপিএলের রিটেনশন প্রক্রিয়া। এবার পালা মেগা নিলামের। আগামী আসরের আগেই অনুষ্ঠিত হবে টানটান উত্তেজনাপূর্ণ মেগা নিলাম। চলতি মাসেই সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহ জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। চলতি নভেম্বর মাসের শেষে দুদিন ধরে চলবে এই মহা নিলাম। সেখান থেকে দল বাছাই করবেন ১০টি ফ্রাঞ্জাইজির মালিক এবং কর্মকর্তারা।
আইপিএল ২০২৫ এর আগে নিলামের জন্য খেলোয়াড় নিবন্ধন আনুষ্ঠানিকভাবে ৪ নভেম্বর শেষ হয়েছে, যেখানে মোট ১,৫৭৪ জন খেলোয়াড় (১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি) নিবন্ধন করেছেন। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন। বাংলাদেশ থেকে আছেন ১৩ ক্রিকেটার। আজ নিলামকে সামনে রেখে ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ থেকে আছেন ১২ জন।
৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৮ জন ওভারসিজ। ৩ জন আছেন সহযোগী দেশের ক্রিকেটার। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে নাম আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।
জায়গা পওয়া বাংলাদেশি ১২ ক্রিকেটার হলেন- মুস্তাফিজুর রহমান যার ভিত্তি মূল্য ধরা হয়েছে ২ কোটি।
এদিকে ১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় রাখা হয়েছে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের নাম।
এছাড়াও ৭৫ লাখ ভিত্তিমূল্যের তালিকায় রাখা হয়েছে স্পিনার রিশাদ হোসেন , উইকেটরক্ষক লিটন দাস, ব্যাটার তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানার নাম।