এক ইনিংসে ১০ উইকেট, ইতিহাস গড়লেন  ভারতীয় পেসার

অংশুল কামবোজ
অংশুল কামবোজ  © সংগৃহীত

অংশুল কামবোজ—২৩ বছর বয়সী ভারতের পেসার। জাতীয় দলে অভিষেক হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেট খেলছেন দাপুটের সঙ্গে। রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন। গড়েছেন বিরল রেকর্ড। ভারতের রঞ্জি ট্রফ্রিতে কেরালার বিপক্ষে হরিয়ানার হয়ে এ কীর্তি গড়েন তিনি। 

ইনিংসে আনশুলের অবিশ্বাস্য বোলিং ফিগার দাঁড়ায় ৩০.১ ওভারে ৯ মেডেনসহ ৪৯ রানে ১০ উইকেট। এটি হরিয়ানার জার্সিতে প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিং ফিগার। এর আগে ২০০৮-০৫ মৌসুমে বিদর্ভের বিপক্ষে ২৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য জগিন্দর শর্মা।

কামবোজের ১০ উইকেট নেওয়া ম্যাচটি চলছে হরিয়ানার চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষেই কামবোজের নামের সঙ্গে ছিল ৮ উইকেট। আজ শুক্রবার তৃতীয় দিনে বাসিল থাম্পিকে বোল্ড করার পর শৌন রজারকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ইনিংসে ১০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

আনশুলের আগে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন বাংলার বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি (১৯৫৫-৫৬ মৌসুম) এবং রাজস্থানের পেসার প্রদীপ সুন্দরম (১৯৮৫-৮৬ মৌসুম)। 

আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার প্রথম কীর্তিটি ইংল্যান্ডের সাবেক লেগ স্পিনার জিম লেকারের। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রানে ১০ উইকেট নেন তিনি। এরপর ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তিতে নাম লেখান কুম্বলে। আর ২০২১ সালের ডিসেম্বরে ভারতের মাটিতে কীর্তিটির পুনরাবৃত্তি করেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence