আন্দোলনে শহিদদের স্মরণে বিশেষ জার্সি বানাল রংপুর রাইডার্স

বিশেষ জার্সি বানাল রংপুর রাইডার্স
বিশেষ জার্সি বানাল রংপুর রাইডার্স  © ফেসবুক থেকে নেওয়া

ছাত্র-জনতার দুঃসাহসিক আন্দোলন আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের নতুন অধ্যায়। এতে শহীদ হয়েছেন প্রায় এক হাজারেরও বেশি মানুষ। ঐতিহাসিক আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ জার্সি বানাল রংপুর রাইডার্স।

গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে নতুন জার্সিটি তৈরি করেছে রংপুর, যে জার্সি পরে অনুশীলন করেছে দলটি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুশীলন শুরু করেছে রংপুর। এদিন সকাল ৯টা থেকে মিরপুরের একাডেমি মাঠে ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।

নিজেদের গৎবাঁধা জার্সির বাইরে বেরিয়ে এসে জার্সিটি বানানো হয়েছে দেশের জাতীয় পতাকার দুই রঙ লাল ও সবুজ রঙের মিশেলে। তাতে ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রাম আর ত্যাগকে। সবুজের ওপর রক্তিম লাল রঙে বাংলাদেশের পতাকা হাতে ছাত্র-জনতার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। ওপরে ছড়ানো ছেটানো ছোপ ছোপ লাল রং দ্বারা শহীদদের তাজা রক্তকে বোঝানো হয়েছে।

জার্সির বুকের কাছে দল ও স্পন্সরের লোগোও রয়েছে। পেছনে বেশিরভাগ জায়গা জুড়ে পতাকার সবুজ রংই রাখা হয়েছে। পিঠের দিকে গড়িয়ে পড়া রক্তের থিম ফুটিয়ে তোলা হয়েছে। সেখানেই হ্যাশট্যাগ দিয়ে লেখা, ‘জয়ের লড়াই’।

এদিকে, গ্লোবাল সুপার লিগের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছে রংপুর, যেখানে দলটিকে কোচিং করাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ বছর থেকে তিনি দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করেছেন। সোহান-সাইফউদ্দিন-আরাফাত সানিদের কোচ হিসেবে আপাতত তিনিই পালন করছেন মুখ্য ভূমিকা।

টুর্নামেন্টে মূলত যাওয়ার কথা ছিল ফরচুন বরিশালের। তারা ‘না’ বলে দেওয়ায় গ্লোবাল সুপার লিগ খেলার সুযোগ পেত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সেই ফ্র্যাঞ্চাইজি এখন অতীতের পাতায়, তাই বিপিএলের সর্বশেষ আসরে তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের দরজা খুলে যায়। বিপিএলের সর্বশেষ আসরে সাকিব আল হাসান রংপুরের হয়ে খেললেও এই টুর্নামেন্টে তাকে দেখা যাবে না। অধিনায়ক হিসেবে যাচ্ছেন যথারীতি নুরুল হাসান সোহান। এছাড়াও দলে আছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত খেলা মোহাম্মদ সাইফউদ্দিন। ৯ বাংলাদেশি ক্রিকেটারের সাথে বহরে যুক্ত হচ্ছেন ৫ জন বিদেশি ক্রিকেটারও।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence