চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেকে বিদায় নবির

মোহাম্মদ নবি
মোহাম্মদ নবি  © সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবি। তবে এখনও আফগানিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু ওয়ানডেতে আর বেশি দিন দেখা যাবে না এই অলরাউন্ডারকে। সম্প্রীতি তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ৫০ ওভারের এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান জানিয়েছেন, নবি তার এই সিদ্ধান্তের কথা বোর্ডকে আগেই জানিয়েছেন, এবং বোর্ডও তার সিদ্ধান্তকে সমর্থন করেছে।নাসিব খান আরও বলেন, "হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসর নেবে। কিছু মাস আগেই সে জানিয়েছিল যে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।"

যদিও ওয়ানডে থেকে বিদায় নিচ্ছেন, তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন নবি। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে আফগানিস্তান দলে দেখা যেতে পারে। নাসিব বলেন, "চ্যাম্পিয়নস ট্রফির পরও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সে। আপাতত এটাই তার পরিকল্পনা।"

এর আগে,  ২০০৯ সালের এপ্রিলে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে এই ক্রিকেটারের। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে তিনি ১৬৫ ম্যাচে ২ সেঞ্চুরি এবং ১৭ ফিফটিতে ৩,৫৪৯ রান সংগ্রহ করেছেন এবং ১৭১টি উইকেট শিকার করেছেন। তার ব্যাটিং গড় ২৭.৩০ এবং বোলিংয়ে ইকোনমি রেট ৪.২৭।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence