চমক রেখে দল ঘোষণা আর্জেন্টিনার, জায়গা পেলেন যারা

আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল   © সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের প্যারাগুয়ে ও পেরু বিপক্ষে দুই ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে দলটি। ঘোষিত দলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ।

আক্রমণভাগ থেকে পাওলো দিবালা বাদ পড়েছেন। আর প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এনজো বারেনেচিয়া।  ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার অ্যাস্টন ভিলা থেকে ধারে ভ্যালেন্সিয়ায় খেলছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে করেছেন ১ গোল।

জানা গেছে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। ২০ নভেম্বর ভোর ৬টায় বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে দলটি।

এরআগে, লাতিন অঞ্চলের বাছাইপর্বে এ পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৯ ও উরুগুয়ে ও ব্রাজিল সমান ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে। তবে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চারে রয়েছে ব্রাজিল। পাঁচে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৩।

আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুয়ি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, নেহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, এনজো ব্যারেনেচিয়া, তিয়াগো আলমাদা, নিকোলাস পাস, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন কারবোনি, ফ্যাকুন্ডো বুওনানোত্তে 


সর্বশেষ সংবাদ