খেলা চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

পেরুর ক্লাব ফুটবলে একটি ম্যাচ চলার সময়ে বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়
পেরুর ক্লাব ফুটবলে একটি ম্যাচ চলার সময়ে বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়  © ভিডিও থেকে নেওয়া

বৈরী আবহাওয়ার কারণে খেলা অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা। সে সময়ই দুঃখজনক ঘটনাটি ঘটল। বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ফুটবলার। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় লাতিন আমেরিকার দেশ পেরুর ঘরোয়া লিগে জুভেন্টুড বেলাভিস্তা ও ফ্যামিলিয়া চোকার ম্যাচে এ ঘটনা ঘটে। খেলা বন্ধের আগে জুভেন্টুড বেলাভিস্তা এগিয়ে ছিল ২-০ ব্যবধানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচের ২৩ মিনিটে স্টেডিয়ামের আশেপাশে বজ্রপাতের শব্দ শুনে খেলা বন্ধ করে দেন রেফারি। দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে।

সে সময় হঠাৎ বজ্রপাত হয়, বাজ পড়ে ৩৯ বর্ষী খেলোয়াড় হোসে হুগো দে লা ক্রুজ মেসার  ওপর। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে পড়ে যান আরও কয়েকজন। সবাইকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি মেসাকে।

আরও পড়ুন: এক বছর পর মাঠে ফিরে ফের ইনজুরিতে নেইমার

হাসপাতালে ভর্তি আছেন এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোকা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা। তাদের মধ্যে হুয়ান চোকারের অবস্থা আশঙ্কাজনক।

ফুটবল মাঠে বজ্রপাতের ঘটনা কিন্তু এটিই প্রথম নয় এর আগেও ব্রাজিল ও পেরুতে একই ধরনের ঘটনা ঘটেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence