সাফজয়ীদের জন্য প্রস্তুত সেই ছাদ খোলা বাস

প্রস্তুত ছাদ খোলা বাস
প্রস্তুত ছাদ খোলা বাস  © সংগৃহীত

দুই বছর আগে সাফ জয়ের পর সরকারের উদ্যোগে একটি দোতালা বাসের ছাদ কেটে বিশেষ বাস তৈরি করা হয়েছিল। সেই বাসে চড়েই বিমানবন্দর থেকে বাফুফে ভবনে পৌঁছেছিলেন বাংলার বাঘিনীরা। এবারও দুর্দান্ত ফুটবল খেলে শিরোপা ধরে রেখেছেন সাবিনারা। তাই সাফজয়ী ফুটবলারদের আরও একবার ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী দল ঢাকায় আসবে। বিজি-৩৭২ ফ্লাইটযোগে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারা। এরপর ফুটবলার, কোচ ও তাদের সঙ্গে থাকা কর্মকর্তারা ছাদখোলা বাসে পাবেন সংবর্ধনা।

এদিকে কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বিমানবন্দরের উদ্দেশে বাসটি রওনা হবে। ছাদ খোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবেন সাবিনারা। 

বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি জায়গা পেয়েছে। মাঝে ট্রফি নিয়ে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বামে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা ও ডানে সেরা গোলরক্ষক রুপ্নার ট্রফি নেয়ার মুহূর্ত।

ঋতুপর্ণার ছবির ওপরে কয়েকটি লোগো রয়েছে। নারী ফুটবলে দীর্ঘদিনের স্পন্সর ঢাকা ব্যাংক। সেই ২০১৬ সাল থেকে নারী ফুটবলের সঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠানটি রয়েছে। বেভারেজ পার্টনার পুষ্টি, ট্যাকনিক্যাল পার্টনার আমরাও বছরব্যাপী বাফুফেকে পৃষ্ঠপোষকতা করছে। তাই বিশেষ এই স্থানে তাদের লোগোও আছে।


সর্বশেষ সংবাদ