রংপুর রাইডার্সের নতুন চমক, দলে ভেড়াল ‘বিস্ফোরক’ ব্যাটার সেদিকউল্লাহকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১৮ PM
আফগানিস্তানের তরুণ ওপেনার সেদিকউল্লাহ আতাল। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো বলার মতো তেমন কিছু করতে না পারলেও আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছিলেন। এবার তাকে দলে ভেড়াল রংপুর রাইডার্স।
২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠছে। ইতোমধ্যে সাত ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দমতো দল সাজিয়েছে। তবে এখনও সরাসরি চুক্তিতে দল ভারি করার সুযোগ রয়েছে। সেই সুযোগই কাজে লাগাল রংপুর রাইডার্স।
ইমার্জিং এশিয়া কাপে দারুণ ব্যাটিং করেছেন সেদিকউল্লাহ আতাল। ৫২, ৯৫*, ৮৩, ৭৫*—স্বীকৃত ক্রিকেটে তার সর্বশেষ চার ইনিংস। এর মধ্যে অপরাজিত ৯৫ রান করেছেন বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে। ২৩ বছর বয়সী এই ওপেনারকে দলে নিয়ে রংপুর রাইডার্স দেখাল দারুণ এক চমক।
সেদিকুল্লাহ আতালকে দলে টানা নিয়ে তারা লিখেছে, ‘রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম! সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মৌসুম!’
দিন কয়েক আগে প্রধান কোচ হিসেবে মিকি আর্থারকে হেড কোচ হিসেবে নিশ্চিত করেছিল রংপুর। এ ছাড়া দেশি-বিদেশি বেশ কিছু তারকাকেও দলে যুক্ত করেছে রংপুর। সব মিলিয়ে রংপুর রাইডার্স শক্তিশালী দলই গড়ল।