ইমার্জিং এশিয়া কাপ : আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:৫১ AM , আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ১০:৫১ AM
ইমার্জিং এশিয়া কাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তুলনামূলক খর্ব শক্তির হংকংকে সহজেই হারিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু এবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররাও। আফগানিস্তানের কাছে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল। ৩২ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার জিসান আলি (৭ বলে ৪) আউট হয়ে গেলে দ্বিতীয় উইকেটে সাইফ হোসেনের সঙ্গে ৫৬ রানের জুটি করেছিলেন ইমন।
পঞ্চম উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি করেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন হৃদয়। শামীম উইকেটে ছিলেন ২৪ বলে ৩৮ রানে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশকে একাই ডুবিয়ে দেন আফগান ওপেনার সিদিকুল্লাহ আতাল। ৫৫ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাকে সহায়তা করেন জুবায়েদ আকবারি (৮ বলে ১৬) ও শহিদুল্লাহ (২২ বলে ১৯)।
শেষ পর্যন্ত ৪ বল আর ৪ উইকেটে হাতে রেখেই টানা দ্বিতীয় জয় তুলে নেয় আফগানিস্তান।