টানা ৩ ম্যাচে রোনালদোর গোল, জয় পেল পর্তুগালও

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো   © সংগৃহীত

নেশনস লিগে টানা জয়রথ অব্যাহত রেখেছে পর্তুগাল। আর তিন ম্যাচের প্রতিটিতেই দলটির প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেছেন। তার সঙ্গে বার্নার্দো সিলভার গোল মিলিয়ে পোল্যান্ডের বিপক্ষে গতকাল (শনিবার) ৩-১ গোলে জিতেছে পর্তুগিজরা।

ক্যারিয়ারে ১ হাজারতম গোলের দিতে দ্রুতগতিতে ছুটে চলছেন সিআর সেভেন। পোল্যান্ডের বিপক্ষে করলেন ১ গোল। সব মিলিয়ে ক্যারিয়ারে ৯০৬তম গোল করে ফেললেন সৌদি ক্লাব আল নাসরের এই ফুটবলার।

এ নিয়ে দেশের হয়ে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। রোনালদো ছাড়াও পর্তুগালের হয়ে গোল করেন বার্নার্দো সিলভা। অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে। ইয়ান বেদনারেক নিজেদের জালেই বল জড়িয়েছিলেন। পোল্যান্ডের গোলটি করেন পিওতর জিয়েলিনস্কি।

ওয়ারশতে শনিবার শুরুতে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে পর্তুগাল। তবে গোলও তারা প্রথমে আদায় করে নেয়। ২৬তম মিনিটে এগিয়ে যায় বার্নার্দো সিলভার গোলে। ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজের হেড পাস পেয়ে বাঁ পায়ের জোরালো শটে পোল্যান্ডের জালে বল জড়ান ম্যানসিটি তারকা সিলভা।

৩৭তম মিনিটে পর্তুগালকে আবারও উল্লাসে ভাসান রোনালদো। তবে গোলটির পেছনে বড় কৃতিত্ব রাফায়েল লিয়াওয়ের। এসি মিলান ফরোয়ার্ড লিয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি শটে বল জালে জড়ান সিআর সেভেন। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। আর ১৭ বছর পর পোল্যান্ডের বিপক্ষে হলো তার গোল।

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল সংখ্যা এখন ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে মোট গোল ৯০৬টি। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৩ গোল হলো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

আরও পড়ুন: যে রেকর্ডে রোনালদোর পাশে নেই কেউ

বিরতির ১০ মিনিটের মধ্যে ব্যবধান আরও বাড়ানোর পরিষ্কার সুযোগ পেয়েছিলেন রোনালদো। বক্সে ফাঁকায় বল পেয়েও শট না নিয়ে ব্রুনো ফার্নান্দেসকে পাস দেন, তবে শট লক্ষ্যে রাখতে পারেননি ম্যানইউর এই মিডফিল্ডার।

সুযোগ পেয়েছিলেন রবার্ট লেওয়াডস্কিও; কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি বার্সা তারকা। ৭৮তম মিনিটে স্বাগতিকদের হয়ে ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কির গোলে ব্যবধান কমলে কিছুটা আশা জাগে পোল্যান্ডের।

তবে সেই আশা শেষ হয়ে যায় ৮৮ মিনিটে আত্মঘাতী গোলে। গোলমুখে বল আটকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক। এতেই ৩-১ গোলে হেরে যায় রবার্ট লেওয়ানডস্কির দল।

এ জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিযে শীর্ষে রয়েছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের পয়েন্ট ৩। বাকি দল স্কটল্যান্ড ৩ ম্যাচেই হার, কোনো পয়েন্ট নেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence