৯০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

৯০০ গোল করে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো
৯০০ গোল করে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো  © সংগৃহীত

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৯০০ গোল করে ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনন্য কীর্তি গড়ার নজির স্থাপন করে কান্নায় ভেঙে পড়েন সিআর সেভেন। তার ইতিহাস গড়া ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল।

বৃহস্পতিবার রাতে (৫ সেপ্টেম্বর) উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রবের্তো মার্টিনেজের দল। ম্যাচের শুরুতে এগিয়ে নেয়া ডিফেন্ডার ডিওগো ডালট পরে নিজেদের জালে বল পাঠিয়ে বিপদ আনেন। রোনালদোর অর্জনের রাতে শেষ অবধি আর হতাশ হতে হয়নি পর্তুগিজদের। 

ঘরের মাঠে প্রথমার্ধে ৩৪ মিনিটে জালের দেখা পান ৩৯ বর্ষী রোনালদো। জাতীয় দল জার্সিতে টানা পাঁচ ম্যাচ গোলহীন থাকার খরা কাটান। গত জুন-জুলাইয়ে সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোনো গোল না পাওয়ার হতাশায় পুড়তে হয়েছে এসময় তাকে।

আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এটি ২১৩তম ম্যাচে ১৩১তম গোল। ক্লাব ক্যারিয়ারে গোল করেছেন আরও ৭৬৯টি। বর্তমান ক্লাব আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ গোল রয়েছে তার। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১ ও স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল আছে।


সর্বশেষ সংবাদ