কলম্বিয়া-আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

কোপা আমেরিকার ফাইনালের দুই দল
কোপা আমেরিকার ফাইনালের দুই দল   © ফাইল ছবি

কোপা আমেরিকার ফাইনাল খেলবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১৫ জুলাই ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। তবে এই দুই দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের ৫ জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) নিজেদের ওয়েবসাইট থেকে রেফারিদের নাম ঘোষণা করেছে কনমেবল। দক্ষিণ আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল নিজেদের ওয়েবসাইটে ফাইনালের পাশাপাশি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের রেফারিদের তালিকায় প্রকাশ করেছে।

কোপা আমেরিকা কর্তৃপক্ষ জানিয়েছে, রাফায়েল ক্লস থাকছেন মূল ম্যাচ রেফারি হিসেবে। তার পাশাপাশি এসিসট্যান্ট, ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই ব্রাজিলের রেফারি। এর পাশাপাশি থাকবে দুইজন প্যারাগুয়ের রেফারিও।

আগামী রোববার (১৫ জুলাই) ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে লড়বে আর্জেন্টিনা-কলম্বিয়া। তবে এ লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে পাবে না কলম্বিয়া। কলম্বিয়ার ফাইনালে ওঠার পেছনে বড় অবদান ছিল রাইটব্যাক দানিয়েল মুনোজের। গ্রুপ পর্বে রক্ষণ সামলানো ছাড়াও দুই গোল করেন তিনি। ব্রাজিলকে আটকে দেওয়ার ম্যাচে তিনিই ছিলেন কলম্বিয়ার নায়ক। কিন্তু লাল কার্ডের কারণে একাদশের গুরুত্বপূর্ণ এই সদস্যকে কাজে লাগাতে পারবেন না কোচ নেস্তর লরেঞ্জো।

এদিকে, শতভাগ নিশ্চিত না হলেও রিচার্ড রিওসকয়ে ফাইনালে না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। মাঝমাঠের বড় ভরসা এই ফুটবলার উরুগুয়ের বিপক্ষে মাঠ ছেড়েছেন ইনজুরিকে সঙ্গী করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাঁ পায়ের ইনজুরিতে পড়েন এই মিডফিল্ডার। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এমন ইনজুরির পর ফাইনালে তাকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence