নিউজিল্যান্ডের ‘বিদায়ঘণ্টা’ বাজিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন  © সংগৃহীত

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কখনো বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে খেলেছে তিনটি ফাইনাল। সবশেষ কয়েক বিশ্বকাপেই খেলেছে সেমিফাইনালে। কিন্তু এবার টানা দুই হারে নিউজিল্যান্ডের শেষ চারে খেলা শঙ্কার মুখে। ওয়েস্ট ইন্ডিজের কাছে আজ ১৩ রানের হারে কিউইদের বিদায় অনেকটাই নিশ্চিত। অন্যদিকে টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বকাপের ২৬তম ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ১৫০ রানের লক্ষ্য দেই।

টসে হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় বাজেভাবে। পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারায় দলটি। তুলতে পারে মাত্র ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম উইকেট হারায় ৩০ রানে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের রানটা ১৪৯ পর্যন্ত একাই নিয়ে যান রাদারফোর্ড। ২ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের রাদারফোর্ডের ৬৮ রানের ইনিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে নিকোলাস পুরানের ব্যাট থেকে, তিনি করেছেন মাত্র ১৭ রান।

তবে ১৫০ রানের লক্ষ্য নিয়ে ভালোভাবে শুরু করতে পারেনি নিউজিল্যান্ড। প্রথম ৭ ওভারে ৪৫ রান তুলতে গিয়ে হারায় ৩ উইকেট। যার মধ্যে একটি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। কিউই অধিনায়ক মাত্র ১ রান করে স্পিনার গুড়াকেশ মোতির বলে উইকেটকিপার নিকোলাস পুরানের হাতে ক্যাচ দেন। 

এর আগে আউট হয়েছেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। রাচীন রবীন্দ্র ও ড্যারেল মিচেলও বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনেই ফিরেছেন ১১ ওভারের মধ্যে। তখন নিউজিল্যান্ডের রান ১১ ওভারে ৫ উইকেট ৬৩। এরপর একাই লড়ে গেছেন গ্লেন ফিলিপস। ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে কিছুটা আশা দেখিয়েছিলেন তিনি। ১৩৬ রানেই থামে তাদের ইনিংস। ১৩ রানের এই হারে বিশ্বকাপের যাত্রাও প্রায় শেষের দিকে।  

ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানের হারে কিউইদের বিদায় অনেকটাই নিশ্চিত। নিউজিল্যান্ডের সুপার এইটে যেতে আফগানিস্তানকে বাকি দুই ম্যাচেই হারতে হবে। যেখানে এক প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। কখনো বিশ্বকাপে জয় না পাওয়া দলটি আফগানদের হারাবে– এমনটা প্রায় অসম্ভবই বটে। সবমিলিয়ে উইন্ডিজের কাছে হারে বিদায় নিশ্চিত। আর ৬ পয়েন্ট নিশ্চিত করে সুপার এইটে নাম লিখিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

আজকের ম্যাচের পর ৬ পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজের। গ্রুপের বাকি দলগুলোর মাঝে আফগানিস্তান ব্যতীত আর কারোরই ৬ পয়েন্ট পাওয়া সম্ভব না। তাই বৃহস্পতিবারের ১৩ রানের জয়ে সি গ্রুপ থেকে প্রথম সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence