বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা আজ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৮:৫১ AM , আপডেট: ১৩ মে ২০২৪, ০৯:১৬ AM
দরজায় কড়া নাড়ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার-ছক্কার এই টুর্নামেন্ট। বিশ্বকাপকে সামনে রেখে বেশিরভাগ দলই স্কোয়াড ঘোষণা করেছে। তবে এখনও দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। আজ সেই কাঙ্ক্ষিত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
জানা গেছে, সোমবার (১৩ মে) বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি শেষে বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। বিশ্বকাপ দল ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের তো এখন দল ঘোষণা করতে হবে। সম্ভবত কাল (সোমবার) ঘোষণা করা হবে দল।’
আজ দল ঘোষণা হওয়ার আরো একটি বিশেষ কারণ আছে। বিশ্বকাপে টিম বাংলাদেশের ট্যুর অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ও বিশ্বকাপ খেলতে জাতীয় দল দেশ ছাড়বে ১৬ মে প্রথম প্রহরে। মানে ১৫ মে রাত ১টার পরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবে শান্তর দল।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ইনজুরির জন্য মাঠে নামতে পারেননি টাইগার পেসার তাসকিণ আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে অনুশীলন করতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন তারকা এই পেসার। ইনজুরি গুরুতর হলে বিশ্বকাপের আগে তাকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে।
তাসকিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে জানিয়ে পাপন বলেন, 'শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কাল সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’
আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্বকাপের, যেখানে উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা। এছাড়া বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ জুন, ডালাসের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সবমিলিয়ে ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর।
২০ দলের টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে দল রয়েছে ৫টি করে। গ্রুপপর্ব চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। ২৬ জুন গায়ানায় হবে প্রথম সেমিফাইনাল, পরদিন (২৭ জুন) ত্রিনিদাদে দ্বিতীয়টি। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।
আবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে তারা আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের ৪টি ম্যাচের দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য দুটি খেলবে যুক্তরাষ্ট্রে। গ্রুপের অন্য দলগুলো- শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।