দ্বিতীয় ওভারেও ২ উইকেট মোস্তাফিজের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৯:২৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
আবারও এক ওভারে জোড়া উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে। আর ২ ওভার বল করে ৭ রান দিয়ে মোস্তাফিজুর নেন ডু প্লেসি, পাতিদার, কোহলি ও গ্রিনের উইকেট।
শুক্রবার (২২ মার্চ) আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে নিজের প্রথম ওভারেই ৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর। পরে দ্বিতীয় ওভারে এসে ৩ রান দিয়ে নেন আরও ২ উইকেট।
মাতিশা পাতিরানার চোটের কারণে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশের পেসার। আইপিএলে নিজের পঞ্চম দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিতে শুরু করেছেন উইকেট।