পরের মৌসুমেই রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে, দাবি ফরাসি গণমাধ্যমের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮ AM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮ AM
বাতাসে বইছে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে পাড়ি জমানের খবর। অনেক দিনেরই গুঞ্জন রিয়ালে যাচ্ছেন এমবাপ্পে। তবে তা সত্যি হয়নি। ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান এক খবরে জানাচ্ছে চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন এ ফুটবলার। তবে লস ব্লাঙ্কোসদের সঙ্গে এমবাপ্পের চুক্তি কবে হতে পারে, সেটি জানায়নি লা পারিসিয়ান।
ফরাসি এই তারকা ফুটবলারের রিয়ালে যাওয়ার ব্যাপারটি গুঞ্জনই থেকে গেছে এতোদিন। অবশেষে এটা সত্যি হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ইসপিএন। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি মৌসুম শেষেই পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে।
এদিকে ইএসপিএনকে তাদের সূত্র জানিয়েছে, এমবাপ্পে তার এমন সিদ্ধান্তের কথা এখনও পর্যন্ত বর্তমান ক্লাব পিএসজি বা পরবর্তী ক্লাব রিয়াল মাদ্রিদ কোনো পক্ষকেই জানাননি। তবে তারা নিশ্চিত হয়েছে ফ্রান্সের অধিনায়ক নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হবে বলে নিশ্চিত করেছে গণমাধ্যমটি।
এমন খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যম লু পারিজিয়াঁও। যদিও ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের রিয়ালে যাওয়ার খবর গত বছরও প্রকাশ করে এই সংবাদমাধ্যমটি। কিন্তু সেটা বাস্তবে রূপ নেয়নি। সংবাদমাধ্যমটি আবারও একই কথা বলছে। এবার তাদের মতো খবর দিলো ইএসপিএন। এই দুই সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমবাপ্পের রিয়ালে যাওয়ার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্সও।
পিএসজির সঙ্গে বেশিদিন চুক্তি নেই এমবাপ্পের, এই মৌসুম শেষেই শেষ হবে চুক্তির মেয়াদ। এরপরই ফ্রি এজেন্ট যাবেন পিএসজির ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিতে রিয়ালের কাছে আনুগত্য বোনাস (লয়্যালিটি বোনাস) হিসেবে ১০ কোটি ইউরো দাবি করেন এমবাপ্পে। যা নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার আলোচনার খবরও জানা যায়।
আরও পড়ুন: খারাপ সময়ে সবই খারাপ যায়: সাকিব
দলবদল বিষয়ে বিশ্বস্ত ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ খুবই কঠোর চেষ্টা চালাচ্ছে। গোপনে এমবাপ্পের সঙ্গে চুক্তি সারার জোর কার্যক্রম অব্যাহত রেখেছে ক্লাবটি।’