মন্ত্রী হওয়ার পরও অনেকে বিসিবির দায়িত্বে ছিলেন, পদ ছাড়া নিয়ে যা বললেন পাপন

নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন  © সংগৃহীত

১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে এবার পেলেন মন্ত্রিত্ব। মন্ত্রিসভার সদস্য হওয়ার পর থেকেই গুঞ্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়তে পারেন নাজমুল হাসান পাপন। যদিও একসঙ্গে দুই দায়িত্বে থাকতে নেই কোনো বাধ্যবাধকতা। বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন। 

শপথবাক্য পাঠ করতে বঙ্গবভনে উপস্থিত হয়ে গণমাধ্যমকে জানান, বিসিবির সঙ্গে মন্ত্রীত্বর সম্পর্ক নেই। আগেও অনেক মন্ত্রী ছিলেন, যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। কিন্তু সেটা ইস্যু না। আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। চেষ্টা করব এ বছর শেষ করা যায় কিনা। মন্ত্রী হওয়ায় বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জানা যায়, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বিসিবি সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। সে সময় সংসদ সদস্য থাকা সাবের হোসেন সাড়ে তিন বছর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একই সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি। এরপর আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানও ৯১ থেকে ৯৬ পর্যন্ত পাক্কা পাঁচ বছর পররাষ্ট্রমন্ত্রী ও বিসিবি সভাপতির দায়িত্ব ছিলেন।

২০১২ সালের অক্টোবর মাসে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন পাপন। এরপর দীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। টানা চতুর্থ মেয়াদে তিনি এই দায়িত্বে রয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence