২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী ভারত

১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে পারে ভারত। স্বপ্ন নয়। ২০৩৪ সালের বিশ্বকাপের খেলা মাঠে বসে উপভোগ করতে পারেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ আয়োজন করতে উদ্যোগী সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসাবে সৌদি আরব এক রকম নিশ্চিত। অস্ট্রেলিয়া আয়োজনের দাবি প্রত্যাহার করায় সৌদি আরবের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। হঠাৎই আসরে ভারত। ফুটবল বিশ্বে ভারত বড় শক্তি নয়। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানানোর সময়সীমাও শেষ হয়েছে অনেক আগে। তবু বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে ঝাঁপাতে চলেছেন এআইএফএফ কর্তারা। 

গত ৩১ অক্টোবর ছিল ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানানোর শেষ দিন। ১১ বছর পরের বিশ্বকাপ হবে এশিয়ায়। সৌদি আরব এবং অস্ট্রেলিয়া আবেদন জানায় প্রথমে। গত ১৮ অক্টোবর সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিল ভারত।

পরে দাবি প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়ার ফুটবল সংস্থা। নতুন করে আর আবেদন জানানোর সুযোগ নেই ফিফার কাছে। তাই ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব সৌদি আরবের পাওয়া প্রায় নিশ্চিত। এর জন্য ‘প্ল্যান বি’ তৈরি করেছেন ভারতের ফুটবল কর্তারা।

২০৩৪ সালের বিশ্বকাপ খেলবে ৪৮টি দেশ। মোট ১০৪টি ম্যাচ হবে। তার মধ্যে অন্তত ১০টি ম্যাচ আয়োজন করতে চায় ভারত। সৌদি আরবের সহ-আয়োজক হওয়ার পরিকল্পনা করেছেন ফেডারেশন সভাপতি। গত ৯ নভেম্বর এআইএফএফ-র এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কল্যাণ। ফেডারেশনের এক কর্তা বলেছেন, ‘‘সভাপতি বলেছেন ২০৩৪ সালের বিশ্বকাপের সহ-আয়োজন হওয়াপ ব্যাপারে ভারতের অবশ্যই ভাবা এবং পরিকল্পনা করা উচিত। ২০৩৪ বিশ্বকাপের সহ-আয়োজকের দায়িত্ব পাওয়ার জন্য আমাদের যা যা করণীয় সব কিছু এক যোগে করতে হবে।’’

২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এ ক্ষেত্রেও সৌদি আরবের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিল ভারত। সে দেশের ফুটবলের উন্নতির প্রতিটি ক্ষেত্রে পাশে থাকার বিনিময়ে ২০৩৪ সালের বিশ্বকাপের ১০টি ম্যাচ সহ-আয়োজন হিসাবে পেতে চায় ভারত। যদিও ফেডারেশনের ওই কর্তা সভাপতি কল্যাণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু বলেননি।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬