টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ AM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ AM
অধরা বিশ্বকাপের শিরোপা দেখা পেয়ে ২০২২ সালটা স্বপ্নের মতো গেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। কয়েক দিন আগেই অষ্টম ব্যালন ডি'অর জিতেছেন মেসি। মেসির বিশ্বকাপ জয় কোনও রূপকথার চেয়ে কম নয়। এবার মেসির প্রাপ্তির খাতায় যোগ হলো অন্য রকম অর্জন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৩ সালের বর্ষসেরা অ্যাথলেটের খ্যাতি পেয়েছেন মেসি।
মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। বিবৃতিতে মেসির নানা সফলতার কথাও উল্লেখ করা হয়েছে সাময়িকীতে। গত বছর দেশকে বিশ্বকাপ ও এ বছর মায়ামিকে লিগ কাপ জেতানোর ফল হিসেবে তিনি এ পুরস্কার পেলেন।
আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেয়ার পর গত জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। মেজর লিগ সকারে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলকে ক্লাব ইতিহাসে প্রথম কোনো শিরোপা এনে দিয়েছেন ফুটবলের এ জাদুকর।
তার পায়ের জাদুতে লিগ কাপ জেতে মায়ামি। তার যোগ দেয়ার সময়ই অবশ্য মেসি ম্যানিয়া শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ট্রফি জেতানোর পথে মেসি নিজে ৭ ম্যাচে করেন ১০ গোল। এর আগে, ২০২২ সালে মেজর লিগ বেসবল তারকা অ্যারন জজ টাইমসের বর্ষসেরা অ্যাথলেট হয়েছিলেন।
আরও পড়ুন: মেসির নামে নিজের জন্মস্থানের নামকরণের প্রস্তাব
এদিকে, মেসির জন্মস্থানের নামটি ‘লিওনেল মেসি’র নামে করার প্রস্তাব উঠেছে। বিশ্বকাপের প্রাপ্তির মধ্যে দিয়ে মেসির ফুটবল ক্যারিয়ার পরিপূর্ণ হয়েছে। এবার নিজ জন্মস্থানের একটি শহরে যুক্ত হতে যাচ্ছে মেসির নাম। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে বলা হয়েছে, আর্জেন্টিনার সান্তা ফের একটি শহরের একাংশের নামকরণ মেসির নামেই করার প্রস্তাব করেছে এলাকাবাসী।
এজন্য কাজও শুরু হয়েছে। তবে বাস্তবে সেটি পরিণত করার জন্য সময় প্রয়োজন। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা সর্বশেষ বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। এরপর ঠিক ৩৬ বছরের মাথায় এসে লিওনেল মেসি আবারও বিশ্বকাপ জেতান আর্জেন্টিনাকে। তবে বিশ্বকাপ জেতার পথটা মেসির জন্য মোটেই সহজ ছিল না।