টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

 বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচের টসের দৃশ্য
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচের টসের দৃশ্য  © সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে পুনরায় মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার যাত্রা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করে দেখানোর। সেই লক্ষ্যে ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রেই টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। এদিকে ঘরের মাঠে ম্যাচ হলেও আগেই বড়সড় ধাক্কা খেয়ে আছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই সাকিব, তাসকিন ও এবাদতের মতো ক্রিকেটার। নেই তামিম ইকবাল ও লিটন দাসও। সবমিলিয়ে কিউইদের বিপক্ষে তারুণ্য নির্ভর দল নিয়ে নামতে হবে নাজমুল হোসেন শান্তকে।

কিউইদের বিপক্ষে বাংলাদেশ তাদের স্কোয়াড সাজিয়েছে তিন স্পিনার ও এক পেসার নিয়ে। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের স্কোয়াড সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার দিয়ে। টাইগাররা তাদের শক্তি বাড়িয়েছে ব্যাটিংয়ে। সেই লক্ষ্যে বাংলাদেশের ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে ব্যাটার শাহাদাত হোসেন দিপুর। এছাড়াও এগারো জনের স্কোয়াডে রয়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও শরিফুল ইসলাম। 

২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। গত ১০ বছরে অন্য দুই ফরম্যাট- ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে দু’দল। এই সময়ের মধ্যে টেস্ট সিরিজ খেলতে তিনবার নিউজিল্যান্ড সফর করেছে টাইগাররা।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজ ০-০ সমতায়  শেষ করেছিল কিউইরা। প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন দেশের বিপক্ষে টেস্ট ড্র করলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ওই দু’টি টেস্ট সমতায় শেষ করেছিল টাইগাররা। ওই দুই টেস্টে ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল স্বাগতিকরা। 

সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে ১৩টিতে জয়, মাত্র একটিতে হার এবং তিনটি ড্র করেছে নিউজিল্যান্ড।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence