মুস্তাফিজ ও তার হাসিকে মিস করবো: দিল্লি ক্যাপিটালস

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলো দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে মুস্তাফিজ দিল্লির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান, উইকেট পান একটি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে। তবে মুস্তাফিজকে ছেড়ে দিয়ে তকে মিস করবে বলে জানালো দিল্লি ক্যাপিটালস।

সোমবার (২৭ নভেম্বর) মুস্তাফিজকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে আবার নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে দিল্লি। মুস্তাফিজকে মিস করার কথা জানিয়ে তারা লিখেছে, ফিজি ২০২৪ সালে তোমাকে এবং তোমার এই হাসি মিস করবো। 

0ec22331-5cf2-4006-82e5-c627678936e8

২০২২ সালে দুই কোটি রুপি ভিত্তি মূল্য দিয়ে মুস্তাফিজকে কিনেছিল দিল্লি। সেই আসরে ৮ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই পেসার। পরের আসরে তাকে ধরে রাখে দিল্লি। 

মুস্তাফিজের ২০১৬ সালে আইপিএল অভিষেক হয়। ওই আসরে ফাইনাল পর্যন্ত ১৬ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২১ আসরে ১৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সব মিলিয়ে ছয়টি আইপিএল আসরে ৪৮ ম্যাচ খেলেছেন কাটার মাস্টার খ্যাত ফিজ। 

মুস্তাফিজ ছাড়াও গেল আসরে দল পেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। এবার তাদেরও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন আসরের ড্রাফটের আগে তিনজনকেই ছেড়ে দিলো তারা।

আসন্ন ছোট নিলামে যদি সুযোগ আসে, তবেই আবার নতুন বা পুরোনো কোনো দলে ভিড়তে পারার একটা জায়গা রয়েছে। নতুবা ২০২৪ আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের না-ও দেখতে পাওয়া হতে পারে।

মুস্তাফিজুরসহ দিল্লি যাদের ছেড়ে দিয়েছে
রাইলি রুশো, চেতন সাকারিয়া, রোভমান পাওয়েল, মনিশ পান্ডে, ফিল সল্ট, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, আমান খান ও প্রিয়ম গর্গকে।

সাকিব-লিটনসহ কলকাতা যাদের ছেড়ে দিয়েছে
টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, মন্দীপ সিং, কুলোয়ান্ত খেজরোলিয়া, এন জগদেশান, ডেভিড ভিসে, আরিয়া দেসাই ও জনসন চার্লস।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence