কবে অবসর নিচ্ছেন জানিয়ে দিলেন ডি মারিয়া

২৪ নভেম্বর ২০২৩, ০১:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
ডি মারিয়া

ডি মারিয়া © সংগৃহীত

ক্যারিয়ারের ইতি টানছেন ডি মারিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে লম্বা সময় ধরে খেলছেন ডি মারিয়া। দলের বিপর্যয়ের পাশাপাশি দেখেছেন অনেক সাফল্যও। এবার সেই লম্বা ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন এ তারকা। জানিয়ে দিয়েছেন অবসর নেয়ার সময়। আসন্ন কোপা আমেরিকার পর ফুটবলের মায়া ছাড়বেন বলে জানান এই আর্জেন্টাইন তারকা।

২০২৪ সালের কোপা আমেরিকা খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ডি মারিয়া। অর্থাৎ আর কিছুদিন আছেন আন্তর্জাতিক ফুটবলে আছেন আর্জেন্টাইন এ তারকা।

নিজেরে ইনস্টাগ্রামে পিএসজির সাবেক এই তারকা লিখেছেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি।’

কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ডি মারিয়া। ফাইনালে দারুণ একটি গোল করেন তিনি। আর্জেন্টিনার সবশেষ কোপা আমেরিকা জয়েও ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি করেন তিনি। ফিনালিশিমাতেও গোল পেয়েছেন তিনি।

আরও পড়ুন: মারাকানার সংঘাত নিয়ে নেইমারের ইনস্টাগ্রাম বার্তা

২০০৮ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি। ২০০৮ সালে আর্জেন্টিনার অলিম্পিক পদক জয়ের ফাইনালেও গোল ছিল তার।

জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬