জিব্রাল্টারের জালে ফ্রান্সের ১৪ গোল

গোলবন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে
গোলবন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে  © বিবিসি

জিব্রাল্টার ফুটবল দল গড়েছে বিব্রতকর রেকর্ড। ফ্রান্সের কাছে ১৪ গোল খেয়েছে তারা। প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই ইউরোপের কোনো দলের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। এর আগে ২০০৬ সালে সান মারিনোর বিপক্ষে জার্মানি জিতেছিল ১৩-০ ব্যবধানে।

এর আগে ফ্রান্সের সবচেয়ে বড় জয় ছিল ১৯৯৫ সালে আজারবাইজানের বিপক্ষে ১০-০ ব্যবধানে। এবার ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৯৮ নম্বর দলটির বিপক্ষে গোলবন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন দিলের অধিনায়ক।

৪৬ গোল নিয়ে এমবাপ্পে এখন ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। ওপরে আছেন শুধু থিয়েরি অঁরি ৫১ ও সঅলিভিয়ের জিরু (৫৬)। ম্যাচে জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও জিরু। গোল করেছেন উসমান দেম্বেলে, মার্কাস থুরাম, আদ্রিয়ান রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথান ক্লাউস ও ইউসুফ ফোফানা।

আরো পড়ুন: ভারতের হয়ে গলা ফাটানো কে এই আফগান সুন্দরী!

ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম গোলটি নিজেদের জালেই করেছেন ইথান সান্তোস। এ ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে পিএসজির মিডফিল্ডার জাইরে-এমেরির। ১৭ বছর বয়সী তরুণ প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের হয়ে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার।

ফ্রান্সের রেকর্ড গড়লেও তুরস্কর কাছে ৩-২ ব্যবধানে হেরেছে জার্মানি। ইউরোর স্বাগতিক হওয়ায় বাছাই পর্ব খেলতে হচ্ছে না জার্মানদের। প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence