ভারতের হয়ে গলা ফাটানো কে এই আফগান সুন্দরী

ওয়াজমা আইয়ুবি
ওয়াজমা আইয়ুবি  © সংগৃহীত

ভিনদেশী হয়েও ক্রিকেট পাড়ায় তিনি ভারত-ভক্ত বলেই পরিচিত। বাইশ গজের দুনিয়ায় বরাবরই কোহলিদের ‘মস্ত বড় ফ্যান’ তিনি। বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় উঠে এসেছেন এই আফগান সুন্দরীও। তাঁর নাম ওয়াজমা আইয়ুবি।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ঠিক ২০ বছর আগে অজিদের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভ বাহিনীর। সেই বদলা নিতে মুখিয়ে রয়েছেন রোহিত-বিরাটরা। এমন মহাযুদ্ধকে ঘিরে উত্তেজনায় ফুটছেন বহু ক্রিকেট ভক্তই। তাঁদের মধ্যেই অন্যতম এই আফগান তরুণী।

আফগানিস্তান নিজের দেশ হলেও ক্রিকেট দুনিয়ায় বরাবরই ওয়াজমা ভারতের ভক্ত। সেই উদাহরণ গত এশিয়া কাপের সময়ও দেখা গিয়েছিল। বিরাট কোহলির অন্ধ ভক্ত এই আফগান সুন্দরী। এশিয়া কাপের ফাইনালে বিরাটের জার্সি পরে গ্যালারিতে গলা ফাটিয়েছিলেন ওয়াজমা। যে জার্সিটি পরেন ওয়াজমা, সেটি গত বছর এশিয়া কাপে পরেছিলেন স্বয়ং বিরাট। জার্সিতে বিরাটের সইও রয়েছে।

১৮ নম্বর জার্সিতে শুভেচ্ছা জানিয়ে বিরাটের সই রয়েছে। তাতে লেখা রয়েছে, ‘বেস্ট উইশেস’। কোহলির সই করা সেই নীল জার্সি পরেছিলেন ওয়াজমা। বিশ্বকাপের ঠিক এক দিন আগে বিরাটের এই জার্সিতে বাজার ছেয়ে গিয়েছে। এ বার বিশ্বকাপের মতো মহাযজ্ঞেও রোহিত-বিরাটদের জন্য গলা ফাটাতে তৈরি এই আফগান সুন্দরী। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) টিম ইন্ডিয়াকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি।

মুম্বইয়ে সেমিফাইনালে ভারতের জোরে বোলার মহম্মদ শামির সাত উইকেট শিকারে মুগ্ধ হয়ে গিয়েছেন ওয়াজমা। এ জন্য শামিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। শামির উদ্দেশে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ওয়াজমা লিখেছেন, ‘‘ওহ মাই গড! সাত উইকেট! কী অসাধারণ ক্রিকেটার।’’

ক্রিকেট ভক্ত এই আফগান সুন্দরী পেশায় ব্যবসায়ী। থাকেন দুবাইয়ে। তবে টিম ইন্ডিয়ার অনুরাগী হয়েই প্রচারের আলোয় আলোকিত হয়েছেন ওয়াজমা। টিম ইন্ডিয়ার জার্সি পরে তাঁরা নানা অবতারের ছবি ছেয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টে এমন অজস্র ছবি রয়েছে ওয়াজমার।

সূত্র: আনন্দবাজার


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence