প্রথমবারের মতো নারী নেতৃত্বে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

পুকেটাপু-লিন্ডন
পুকেটাপু-লিন্ডন  © সংগৃহীত

ইতিহাস সৃষ্টি করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। প্রথমবারের মতো কোনো নারীকে ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব দেওয়া হলো। ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব থেকে মার্টিন স্নেডেনের পদত্যাগের পর তার শূন্যস্থান পূরণ করবেন ডায়ানা পুকেটাপু-লিন্ডন। স্নেডেনের মেয়াদ পূর্ণ হতে এক বছর বাকি থাকলেও হাতে সময় নিয়েই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনজেডসি জানিয়েছে, এতদিন ডেপুটি চেয়ারম্যান হিসেবে থাকা পুকেটাপু-লিন্ডন যাতে তার নতুন দায়িত্বে মসৃণভাবে স্থানান্তরিত হতে পারেন, সেজন্য স্নেডেন চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের বিষয়ে স্নেডেন বলেন, ‘আমি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি। সেইসঙ্গে আইসিসি বোর্ডে নিউজিল্যান্ডের প্রতিনিধির পদ থেকেও। উভয় সিদ্ধান্তই ভালো ও সুশাসনের উত্তরাধিকার নিয়োগ নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ