ব্যালন ডি’অরের ঘোষণা রাতে, সরাসরি দেখবেন যেভাবে

৩০ অক্টোবর ২০২৩, ০৪:৪৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
ব্যালন ডি’অরের ঘোষণা রাতে

ব্যালন ডি’অরের ঘোষণা রাতে © সংগৃহীত

ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জয়ীর নাম আর কয়েক ঘন্টা পরই জানা যাবে। প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে হবে এবারের ব্যালন ডি’অরের অনুষ্ঠান। এবার ব্যালন পুরস্কার ঘোষণা করা হবে মৌসুমের পারফর্মেন্স ভিত্তিতে। ১৯৫৬ থেকে শুরু হয় এর যাত্রা। টানা ৬৭ বছর ধরে এই পুরস্কার দেওয়ার রীতি চলছে। 

সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২টায় বসবে বর্ষসেরা ফুটবলার ঘোষণার মঞ্চ। সাত দশকের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এটি বিবেচনায় আনা হচ্ছে। আগে বাৎসরিক পারফরমেন্সের ওপর পুরস্কার ঘোষণা করা হতো।

এদিন নারী বর্ষসেরা ফুটবলার, নারী ও পুরুষ বিভাগে সেরা কোচ, তরুণ খেলোয়াড়দের কেপা ট্রফি এবং গোলরক্ষকদের জন্য থাকবে লেভ ইয়াসিন ট্রফি। এছাড়া সেরা স্ট্রাইকার এবং মাঠের বাইরের অবদানের জন্য থাকবে সক্রেটিস ট্রফি। 

অনুষ্ঠান সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও দেখা যাবে সনি লিভ প্লাটফর্মে। এর বাইরে লেকিপের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ব্যালন ডি’ অরের পুরো অনুষ্ঠান। 

বিশ্বকাপজয়ী লিওনেল মেসির অষ্টম নাকি ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ডের প্রথম ব্যালন ডি’অর জয় সেটি জানার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেসি, অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে তাদের ইতিহাসের প্রথম ট্রেবল শিরোপা এনে দিয়েছেন হালান্ড।

সংবাদ মাধ্যম অবশ্য আগেই সূত্রের বরাতে বলেছে, ব্যালন ডি’অর জিতবেন মেসি। কাতারে বিশ্বকাপ জেতায় অষ্টমবারের মতো ব্যালন ডি’অর তার হাতে উঠবে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সও (এআই) বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে জানিয়েছে, তিনিই ফেবারিট।

মেসি নাকি হালান্ড কে জিতবে এবারের ব্যালন ডি’অর এ নিয়ে যখন চলছে তুমুল আলোচনা তখন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন নিজের মতামত। সিটি কোচ মনে করেন, মেসি এবং হালান্ড দুইজনই এবারের ব্যালন ডি’অর জয়ের দাবিদার। 

তিনি বলেন,  ‘যদি মেসি জেতে এটা সঠিক সিদ্ধান্ত হবে। কারণ সে বিশ্বকাপ জিতেছে। আর যদি হালান্ড জেতে তবে এটাও সঠিক হবে। কারণ সে দারুণ একটা মৌসুম কাটিয়েছে।’ 

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬