মেসির হাতে অষ্টম ব্যালন ডি’অর, নাকি হ্যালন্ডের প্রথম

৩০ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালন্ড ও আর্জেন্টােইন মহাতারকা লিওনেল মেসি

ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালন্ড ও আর্জেন্টােইন মহাতারকা লিওনেল মেসি © গোল ডটকম

প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে বাংলাদেশ সময় সোমবার (৩০ অক্টোবর) রাত ২ টায় ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। এবার ব্যালন পুরস্কার ঘোষণা করা হবে মৌসুমের পারফর্মেন্স ভিত্তিতে। সাত দশকের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এটি বিবেচনায় আনা হচ্ছে। আগে বাৎসরিক পারফরমেন্সের ওপর পুরস্কার ঘোষণা করা হতো।

এবারের পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টােইন মহাতারকা লিওনেল মেসি। তাকে ভিনগ্রহের ফুটবলার অ্যাখ্যা দেন অনেকে। এবার ব্যালন ডি’অর তার হাতে উঠবে বলে মনে করছেন অনেকে। মেসির বড় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালন্ড।

সংবাদ মাধ্যম অবশ্য আগেই সূত্রের বরাতে বলেছে, ব্যালন ডি’অর জিতবেন মেসি। কাতারে বিশ্বকাপ জেতায় অষ্টমবারের মতো ব্যালন ডি’অর তার হাতে উঠবে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সও (এআই) বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে জানিয়েছে, তিনিই ফেবারিট।

আরো পড়ুন: হারের পর নিজের গালেই জুতা মারলেন গ্যালারিতে বসা এক সমর্থক

যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামিতে খেলা মেসি প্যারিসে পা রাখবেন সম্মানজনক পুরস্কারের অনুষ্ঠানে। অন্যদিকে হ্যালন্ড গত মৌসুমে ট্রেবল জিতেছেন। ৫২টি গোল করেছেন। তারপরও বিশ্বকাপ জেতায় মেসিই ফেবারিট, তা স্বীকার করেছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলাও।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬