অনূর্ধ্ব -১১
ইংল্যান্ডের ক্রিকেট ক্লাবে বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত কাজী আদিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ০৯:০৮ PM
ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির আক্সব্রীজ ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব -১১ দলের বর্ষসেরা ব্যাটসম্যান এবং বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাজী আদিব। গত ৮ অক্টোবর তার হাতে সেরার পুরস্কার তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ।
আদিব ক্লাবটির অনূর্ধ্ব -১১ ক্রিকেট দলের অধিনায়কও। বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভীষণ আগ্রহী এই ক্ষুদে ক্রিকেটারের জন্ম ইংল্যান্ডে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ভালোবাসার অংশ হিসেবে ক্ষুদে এই ভক্তকে পরিবারসহ সবসময়ই দেখা যায় দেশটির স্টেডিয়ামে।
আদিবের বাবা কাজী আরিফ রানা একজন ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী। বাংলাদেশের মুন্সিগন্জ জেলায় (বিক্রমপুরে) জন্ম তার। তিনি নিজেও একজন ক্রিকেটার, ক্রিকেট দলের ম্যানেজার এবং কোচ। তিনি ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির আক্সব্রীজ ক্রিকেট ক্লাবের একটি দলের অধিনায়ক এবং নিয়মিত ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট।
তিনি এই ক্লাবের আইন উপদেষ্টা হিসেবেও নিয়োজিত রয়েছেন। একই সাথে তিনি ওই ক্লাবের অনূর্ধ্ব -১১,১২ এবং ১৩ ক্রিকেট দলের ম্যানেজার।
আদিবের মা ডক্টর সুলতানা ইয়াসমিন শিখা একজন পদার্থবিদ। ইংল্যান্ডের ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডনের পদার্থবিজ্ঞানের প্রভাষক তিনি। চট্টগ্রামের সন্দ্বীপে জন্ম নেয়া এই বাংলাদেশিও ভীষণ পছন্দ করেন ক্রিকেটকে। ছেলে এবং স্বামীর ক্রিকেটের প্রতি সমর্থনে নিয়মিতই মাঠে দেখা যায় তাকে।