ঢাকা আসছেন রোনালদিনহো, দেখা হবে কাজী সালাউদ্দিনের সঙ্গেও
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৭:৩৪ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ PM
২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রোনালদিনহো বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৮ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় পা রাখবেন সাবেক পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান ফরোয়ার্ড। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আগামী ১৫ অক্টোবর রোনালদিনহোর বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে।
শতদ্রু জানিয়েছেন, রোনালদিনহো আগামী ১৮ অক্টোবর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইভেন্টে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকবেন। এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়ারও থাকার কথা রয়েছে।
রোনালদিনহো ঢাকা আসার আগে দু’দিন কলকাতায় নানান ইভেন্টে অংশ নেবেন। সেটা শেষ করে দুপুরে ঢাকা আসবেন। পরদিন সকালে ঢাকা ছেড়ে যাবেন তিনি। এর মধ্যে অনুমতি পাওয়া সাপেক্ষে তিনি সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
আরও পড়ুন: নভেম্বরে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা
এর আগে শতদ্রুর পৃষ্ঠপোষকতায় ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজের বাংলাদেশ সফরের স্পন্সর ছিল ফান্ডেড নেক্সট। এ সফরে ফান্ডেড নেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিবের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান বিশ্বকাপজয়ী গোলরক্ষককে।
২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ব্রাজিলের ক্লাব গ্র্যামিওর হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর পিএসজিতে খেলেন তিনি। সেখান থেকে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে খেলেই বিশ্বসেরা ফুটবলারে পরিণত হন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ফিফা বর্ষসেরার খেতাব। একবার জেতেন ব্যালন ডি’অরও।
ক্লাবপর্যায়ে অসংখ্য শিরোপাজয়ী এই মহাতারকা বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপের শিরোপা। ২০১৮ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।