আর্জেন্টিনা দলে ফিরলেন চোটে আক্রান্ত মেসি

আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি
আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন লিওনেল মেসি। গত মাসে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি শেষ না করেই উঠে যান। লা পাজে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে থাকতে হয় দর্শক হয়ে। ইন্টার মায়ামিতে যোগ দিয়ে আটলান্টার বিপক্ষে নামেননি। টরন্টোর বিপক্ষে ৩৬ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয়। এরপর একাধিক ম্যাচে দর্শক হয়ে থাকতে হয়েছে মেসিকে।

মেসি দুসপ্তাহ ধরে মাঠের বাইরে। তবে তাকে নিয়ে দল ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। যদিও স্কোয়াডে জায়গা হয়নি আনহেল দি মারিয়ার। চোটে পড়েছেন তিনি। আর্জেন্টিনা নিজেদের পরের ম্যাচ খেলবে ১৩ অক্টোবর প্যারগুয়ের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ে ১৮ অক্টোবর মেসিদের প্রতিপক্ষ পেরু।

জাতীয় দলে যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামির আরেকটি ম্যাচ আছে। সে ম্যাচেও দর্শকের ভূমিকায় দেখা যেতে পারে মেসিকে। আর্জেন্টিনার স্কোয়াডে যারা রয়েছেন-

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি ও হুয়ান মুসো; ডিফেন্ডার ওয়াল্টার বেনটেজ, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, জার্মান পেজ্জেয়া, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, মার্কো পেলেগরিনো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তালিয়াফিকো ও লুকাস এসকুইভেল।

আরো পড়ুন: স্ত্রী আয়েশার সঙ্গে ভারতীয় ক্রিকেটার ধাওয়ানের বিচ্ছেদ

মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ব্রুনো জাপেলি ও কার্লোস আলাকারাজ। ফরোয়ার্ড পাওলো দিবালা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, ফাকুন্দো ফারাস, লুকাস বেলটার, আলেসান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস ও লুকাস ওকাম্পোস।


সর্বশেষ সংবাদ