আবারো সুরো কৃষ্ণের জয় দিয়ে শেষ হলো প্রো-বক্সিং নাইটস চ্যাম্পিয়ন 

সুরো কৃষ্ণ চাকমা
সুরো কৃষ্ণ চাকমা  © সংগৃহীত

আন্তর্জাতিক পেশাদার বক্সিং টুর্নামেন্ট ‘বেক্সিমকো এক্সসেল বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইট’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিভিন্ন বিভাগে আটটি, ওয়েল্টারওয়েট এবং লাইট হেভিওয়েট।

বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের আয়োজিত টুর্নামেন্টটি শুরু হয় দুই বাংলাদেশি বক্সার, আমিনুল এবং আল সানির মধ্যে দিয়ে। ব্যান্টামওয়েট ক্যাটাগরিতে মোট চার রাউন্ডে লড়াইটি হয়। দুর্দান্ত খেলার মধ্য দিয়ে আল সানি অবশেষে জয় লাভ করেন।

এবারের ফাইট নাইটের প্রথম আন্তর্জাতিক বাউটটি শুরু হয় ভারতের যুগন্ধর তাম্বাট এবং বাংলাদেশের জুয়েল আহমেদ জনির মধ্যে দিয়ে। এবাউটটি ছিল সুপার মিডলওয়েট বিভাগের। তাম্বাট পুরো ম্যাচজুড়ে খুবই শক্তভাবে খেললেও জনি তার অসামান্য লড়াইয়ের ক্ষমতা দিয়ে জিতে যান।

এবারের নারীদের বক্সিং লড়াইয়ে মুখোমুখি হন প্রতিভাবান তানজিলা এবং আফরা খন্দকার। ছয় রাউন্ডের এ বাউটে তানজিলার দুর্দান্ত লড়াই এবং আফরার দ্রুত আক্রমণ পুরো ম্যাচটিকে দর্শকদের কাছে করে তোলে উত্তেজনাপূর্ণ। অবশেষে প্রাক্তন ডব্লিউবিইউ ইন্টারকন্টিনেন্টাল টাইটেল চ্যালেঞ্জার, তানজিলা বিজয়ী হন।

রাতের চতুর্থ বাউটে, মুখোমুখি হন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন জাহিদুল ইসলাম এবং তুর্কি চ্যাম্পিয়ন বাতুহান বোরাল। যেটি ছিল আরেকটি আন্তর্জাতিক লড়াই। প্রথম রাউন্ড থেকেই দুই বক্সারের লড়াই ছিল রোমাঞ্চকর। বাউটটি ছয় রাউন্ডের হলেও টেকনিক্যাল নক আউটের কারণে চার রাউন্ডে খেলা শেষ হয়ে যায়, যেখানে জাহিদুলকে হারিয়ে দেন বোরাল।

ওয়েল্টারওয়েট বিভাগে চার রাউন্ডের খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন বাংলাদেশের আল আমিন এবং রাশিয়ার রুদনেকো। আন্তর্জাতিক এ খেলায় অসাধারন পারফরম্যান্স করে জয়ী হয়ে বাংলাদেশি দর্শকদের মাতিয়ে রাখে আল আমিন।

আরো পড়ুন: বিদেশে আম চুরি করেন সাকিব, পাহারাদার ছিলেন তামিম

অপরাজয়ের রেকর্ডের অধিকারী উৎসব আহমেদ প্রতিযোগিতা করেন ভারতের ব্যান্টামওয়েটে বিজয়ী পবন কুমার আর্যের সঙ্গে। ব্যান্টামওয়েট ক্যাটাগরিতে লড়াইটি ছিল ছয় রাউন্ডের। পাল্টা আক্রমণে ভরা এ লড়াইয়ে বিজয়ীর স্থান অর্জন করেন উৎসব আহমেদ।

‘দ্য টাইগার’ খ্যাত ফরাসি ওয়েল্টারওয়েট বিজয়ী ডারভিস ফ্লোরেন্ট প্রতিপক্ষ ছিলেন নেপালি ওয়েল্টারওয়েট চ্যাম্পিয়ন ভারত চান্দের। ছয় রাউন্ডে এ প্রতিদ্বন্দ্বিতা ছিল ওয়েল্টারওয়েট ক্যাটাগরিতে। ম্যাচটিতে দারুনভাবে লড়ে জয়ী হন ডারভিস ফ্লোরেন্ট।

এবারের ফাইট নাইটের মূল আকর্ষণ ছিল প্রো-বক্সিং এর বাংলাদেশি বক্সার সুরো কৃষ্ণ চাকমা এবং নেপালের মহেন্দ্র বাহাদুর চান্দ মধ্যকার লড়াই। মোট আটটি রাউন্ডে সুপার লাইটওয়েটে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধেই মহেন্দ্রকে দুইবার নক আউট করে কোনঠাসা করে ফেলেন সুরো। অন্যদিকে মহেন্দ্রও খেলায় লড়ে গেছেন দৃঢ়ভাবে। সুরো কৃষ্ণ চাকমার দারুন বিজয়ের মধ্য দিয়ে শেষ হয় এবারের বক্সিং ফাইট নাইটের আয়োজন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence