বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ

  © সংগৃহীত

বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দল খেলার উপরেই আছে। এশিয়া কাপ শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলছে বাংলাদেশ। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে  শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। আজ দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। 

এদিকে বিশ্বকাপের আগে দুই দলই তাদের সেরা কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব আল হাসান, অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এ সিরিজে মাঠে ফিরছেন অভিজ্ঞ বাকি দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখার সময় নেই: লিটন

ওদিকে নিউজিল্যান্ড দলও বেশ কয়েকজন বড় খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে। অধিনায়ক কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল, টিম সাউদি, জিমি নিশামের মত তারকারা এই সিরিজে নেই।

এবার দীর্ঘ ১০ বছর পর আবার কিউইদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মাঠে নামছে টাইগাররা। তবে এত বছরের অপেক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। গতকাল বুধবার থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে ঢাকায় এবং আজ প্রায় সারাদিনই বৃষ্টির  সম্ভাবনা রয়েছে। 

কাজেই খেলা নির্ধারিত সময় মানে দুপুর ২টায় শুরু হবে কিনা, সেটি নিয়ে সংশয় আছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যার পর বৃষ্টি কমলে ওভার কমিয়ে বাকি ম্যাচ হতে পারে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!