কোনোভাবেই তামিমকে রিচ করতে পারছি না

নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন  © ফাইল ছবি

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বিদায় জানানোর ঘটনা কেন্দ্র করে আলোচনার শীর্ষে বাংলাদেশ ক্রিকেট। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই ড্যাশিং ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তিনি এমন কঠিন সিদ্ধান্ত কী কারণে নিয়েছেন তা বুঝতে পারছি না। এখন পর্যন্ত তামিমের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পাপন। এ কায়দায় তামিমের বিদায় নেওয়াকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না বিসিবি সভাপতি।

আরো পড়ুনঃ দলের টালমাটাল অবস্থার মধ্যেই সভাপতি-সম্পাদক প্রার্থিতা ঘোষণা নুর-রাশেদের

বৃহস্পতিবার (৬ জুলাই)  তামিম ইকবাল চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। এর আগে গতরাতে একটি বার্তা পাঠিয়ে সাংবাদিকদের সংবাদ সম্মেলনের কথা জানিয়েছেন তিনি।

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটকে জানানোর কারণ খুঁজছে বিসিবি। বিসিবি সভাপতি জানিয়েছেন, তামিমের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু এখনও পারিনি। তাকে আমি কোনোভাবেই রিচ (যোগাযোগ) করতে পারছি না। তার ভাই নাফিসকে (ইকবাল) বলা হয়েছে তামিমের সঙ্গে যোগাযোগ করার জন্য। সে বলেছে যে, সে-ও যোগাযোগ করতে পারছে না। এর মানে হলো তামিম আসলে আলোচনার জন্য রাজী না।'

বিসিবি প্রধান আরো বলেন, ‘বুঝতে পারছি না যে আসলে কী হয়েছে, হঠাৎ করে সে কেন এমন সিদ্ধান্ত নিল। তিনদিন আগেও তার সঙ্গে আমার কথা হয়েছে স্কোয়াড নিয়ে। তারপর এমন কী হলো যে সে এরকম সিদ্ধান্ত নিল। আমি এটা ধারণাও করতে পারিনি। যদি আমরা বিষয়টা আগে বুঝতে পারতাম, তাহলে তার সঙ্গে আলোচনা করতাম। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতাম বা এই পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য একটি ব্যবস্থা নিতাম।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের আগে তামিম বলেছিলেন, শতভাগ ফিট না থেকেও ম্যাচ খেলবেন, ম্যাচ খেলে নিজের অবস্থা বুঝবেন। তামিমের এই মন্তব্যের জেরে গণমাধ্যমকে বিসিবি সভাপতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

নিজের আগের প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়ে পাপন বলেছেন, ‘এমন ঘটনা যতবার ঘটছে, আমি ততবারই বলব। সে ফিটনেস টেস্টে পাস করেছে। এরপর সে হঠাৎ করে কেন গণমাধ্যমের সামনে এসে বলেছে যে সে পুরোপুরি ফিট না? যদি সে ফিট না থাকে, তাহলে সে কীভাবে পাস করল? তার যদি কোনো সমস্যা থাকে, তাহলে সে ফিজিওর কাছে গিয়ে বলবে, আমাদেরকে বলবে। কিন্তু হুট করে গণমাধ্যমের সামনে এসব বলার উদ্দেশ্যটা কী? আন্তর্জাতিক ক্রিকেট এভাবে হয় না। এটা আমরা প্রশ্রয় দেই না, প্রশ্রয় দিবও না।’

তামিমের ন্যায় আগেও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম হঠাৎ অবসরের ঘােষণা দিয়েছেন। সেই প্রসঙ্গ টেনে পাপন বলেছেন, 'তাদের কী হয়েছে সেটাও আমি বুঝতে পারছি না। টেস্ট থেকে রিয়াদ মাঝপথে অবসরে নিল, টি-টোয়েন্টি থেকেমুশফিকও। এবার তামিম একই কাজ করল।'

বিসিবি সভাপতি মনে করেন, ক্রিকেটারদের  যথাযথ সম্মান দেওয়া হয়। এই বিষয়ে পাপন বলেছেন ‘কী সম্মান দেখাব তাদের? কী করতে হবে তাদের জন্য। ক্রিকেটাররা যদি বাংলাদেশে সম্মান না পায়, তাহলে কারা সম্মান পায়? এটা আমার জন্য খুবই ধাক্কার। কেন ও কী কারণে এমন করল কিছুই জানি না আমরা। আমি নিয়মিত ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলি, বলার চেষ্টা করি কিন্তু ওরা যদি এমন করে, তাহলে এই নিয়মিত কথাবার্তার সংস্কৃতি বন্ধ করতে হবে।’

তামিমের এভাবে অবসর জানানো গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন পাপন। তিনি আরো বলেন, ‘যেভাবে সে অবসরের ঘোষণা দিয়েছে, এটা গ্রহণযোগ্য না। সে অধিনায়ক... সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে এবং একটা সিরিজ চলছে, তার এই সিদ্ধান্ত মোটেও বিচক্ষণ না। এটা মনে হচ্ছে যে অনেক দিন ধরে সে এই সিদ্ধান্তটা নিয়েছে। আজকেই হুট করে নিয়েছে এমন না। যেভাবে সে সিদ্ধান্তটা জানিয়েছে, এটা প্রপার ওয়ে না।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence