বিশ্বকাপে বিসিবির ভাবনায় তামিম-লিটনের ব্যাকআপ তিন ক্রিকেটার

বিশ্বকাপে বিসিবির ভাবনায় তিন ওপেনার
বিশ্বকাপে বিসিবির ভাবনায় তিন ওপেনার  © সংগৃহীত

চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ ঘনিয়ে আসছে। তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা তো থাকছেনই। বিশ্বকাপের দলে ব্যাকআপ ওপেনার হিসেবে যুক্ত হতে পারেন বিজয়, নাঈম শেখ, রনি তালুকদারের মতো ক্রিকেটাররাও। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২৬ মে) গুলশানে এক অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন বলেন, ‘বিশ্বকাপে একটা এক্সট্রা ওপেনার নিতেই হবে। ওখানে কয়েকটা নাম আছে, আমি জানি না কাকে নেবে। বিজয় আসতে পারে, নাঈম শেখ আসতে পারে, রনি তালুকদারও থাকতে পারে।’

বিসিবি সভাপতি জানান, আফগানিস্তান সিরিজেই অনেকটা ধারণা পাওয়া যাবে বিশ্বকাপ দলের। তিনি বলেন, ‘আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। যে আচ্ছা ঠিক আছে একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায়। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।’

এদিকে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে লিটন দাস অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন বলেও জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সাকিব ইনজুরিতে থাকাতে সহ-অধিনায়ক যে আছে, সে-ই অধিনায়ক হবে। মানে লিটন দাস সহ-অধিনায়ক আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কিভাবে বলব।’

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল যে ৮ দল

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ৮ দল। স্বাগতিক দেশ হওয়ায় ভারতের সরাসরি বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত ছিল। আসরে সরাসরি অংশগ্রহণের বিষয়টি আগেই নিশ্চিত করে বাংলাদেশও। ভারত-বাংলাদেশসহ ১৩ দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের মাধ্যমে সরাসরি জায়গা করে নেয় আরও ছয়টি দল। তারা হলো নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ হবে দশ দলের। আট দল নিশ্চিত হয়ে যাওয়ায় রইলো বাকি দুই। বাকি দুটি দলকে বাছাইপর্ব খেলে উঠতে হবে। 

আগামী জুন-জুলাই মাসে জিম্বাবুয়ের মাটিতে হবে এর বাছাইপর্ব। সেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া বাকি পাঁচ দলের (ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস) সঙ্গে লড়বে প্রাকবাছাই পেরিয়ে আসা আরও পাঁচটি দল। তারা হলো নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।


সর্বশেষ সংবাদ