‘তুমি একা নও’—ভিনির পাশে এমবাপ্পে-নেইমার

ভিনির পাশে এমবাপ্পে-নেইমার
ভিনির পাশে এমবাপ্পে-নেইমার  © সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের জন্য প্রতিপক্ষের মাঠ দিনে দিনে নরক হয়ে উঠছে। এ নিয়ে এই মৌসুমে পঞ্চমবারের মতো প্রতিপক্ষের মাঠে বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এতে দমে যাওয়ার পাত্র নন। মাঠেই এর তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি তিনি আঙুল তুলেছেন লা লিগার দিকেও। বর্ণবাদের শিকার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান এই তারকা। এমন পরিস্থিতিতে ভিনিসিউসকে সমর্থন জানিয়েছে পিএসজির দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

রোববার (২১ মে) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও বর্ণবাদের প্রতিবাদ করতে দেখা যায় তাকে। ঘটনাবহুল ম্যাচে ১-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭০ মিনিটে ফ্রি-কিক নিতে গিয়ে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য শোনেন ভিনি। খেপে গিয়ে সঙ্গে সঙ্গে ওই দর্শকের দিকে তেড়ে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

আর ম্যাচের শেষের দিকে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ক্যারিয়ারে প্রথমবার সরাসরি লাল কার্ড পান। এরপর আর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে হয়নি তার। কিন্তু কোচ কার্লো আনচেলত্তির পরামর্শে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান তিনি।  

কিন্তু বর্ণবাদ নিয়ে আলোচনা থামেনি। ম্যাচের পর স্পেনকে ‘বর্ণবাদের দেশ’ উল্লেখ করে ভিনি বলেন, ‘আমি খুবই হতাশ। যে চ্যাম্পিয়নশিপ একসময় ছিল রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো (রোনালদো) ও (লিওনেল) মেসিদের দখলে, সেটিই এখন বর্ণবাদীদের দখলে। খুবই সুন্দর একটি জাতি, যারা আমাকে স্বাগত জানিয়েছে এবং যাদের আমি ভালোবাসি, তারাই এখন বর্ণবাদী জাতি হিসেবে বিশ্বে নিজেদের তুলে ধরছে।’

লা লিগাকে একহাত নিয়ে ভিনি আরও বলেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়।’

ভিনি একা নন, বর্ণবাদ ইস্যুতে তার পাশে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রের মতো ফুটবল তারকারাও। এই দুই সুপারস্টার ছাড়াও ভিনির সমর্থনে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এবং সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্ডিন্যান্ড।

No description available.

ইনস্টাগ্রামের স্টোরিতে ভিনিসিউসের একটি ছবি দিয়ে তাতে নেইমার জুড়ে দিয়েছেন রাগ, ভালোবাসা ও মুষ্টিবদ্ধ হাতের ইমোজি। রাগের ইমোজিটা বোঝাই যাচ্ছে বর্ণবাদীদের জন্য। আর মুষ্টিবদ্ধ হাতের ইমোজি দিয়ে নেইমার ভিনিসিউসকে মানসিকভাবে শক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন। ইনস্টাগ্রামে ভিনির ব্রাজিলিয়ান সতীর্থ লিখেছেন, 'আমি তোমার পাশে আছি।'

এদিকে পিএসজির ফরাসি তারকা এমবাপ্পে ভিনির সেই একই ছবি স্টোরিতে দিয়ে তাতে লিখেছেন, ‘ভিনি, তুমি একা নও। আমরা তোমাদের সঙ্গে আছি এবং তোমাকে সমর্থন জানাচ্ছি।’

আরও পড়ুন: পেশাদার ফুটবলে যোগ দিতে পড়ালেখা ছাড়েন রোনালদো

ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ফার্ডিন্যান্ড তো সরাসরি লা লিগার ওপর অভিযোগের তীর ছুড়েছেন। তার দাবি, লা লিগা বর্ণবাদের মতো এত সিরিয়াস ইস্যু লুকিয়ে রাখছে। টুইটারে তিনি লিখেছেন, 'আর কতবার এই তরুণকে এমন খারাপ কিছুর শিকার হতে দেখবো?'

ঘটনার প্রতিক্রিয়া রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও ম্যাচ শেষে জানিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কার্লো বলেন, ‘সে আর মাঠে নামতে চায়নি। আমি বলেছি, খেলা বন্ধ করা ঠিক হবে না। এখানে তুমি দায়ী কিংবা অপরাধী নও, তুমি ভুক্তভোগী। এটা শোনার পর সে মাঠে ফিরেছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence