সবাইকে ঈদ মোবারক: রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো  © সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীরা পালন করছেন পবিত্র ঈদুল ফিতর। ঈদের আমেজ লেগেছে ক্রীড়াবিশ্বেও। তারকা খেলোয়াড়রা ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। অনুশীলনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার।

বর্তমান ঠিকানা সৌদি ক্লাব আল নাসরের অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন রোনালদো। সেই অনুশীলনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন তিনি। আবার সৌদি আরবে গতকালকেই ঈদ উদযাপন করা হয়েছে। ছবিগুলোও গতকাল রাতেই শেয়ার করেছেন রোনালদো।

ক্যাপশনে লিখেছেন, ‘সেমিফাইনালের প্রস্ততিতে মনোযোগী। আজ যারা ঈদ উদ্যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক।’

৩৮ বছর বয়সী রোনালদোর সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। তিনি মাঠে নামলেই গ্যালারিতে 'মেসি' 'মেসি' আওয়াজ উঠছে। এ কারণে দর্শকদের উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি তাকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। সবদিক চিন্তা করেই হয়তো কঠোর অনুশীলন করছেন রোনালদো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence