ওয়ানডে বিশ্বকাপ ভারতে খেলতে পাকিস্তানের নতুন শর্ত

ওয়ানডে বিশ্বকাপ ভারতে খেলতে পাকিস্তানের নতুন শর্ত
ওয়ানডে বিশ্বকাপ ভারতে খেলতে পাকিস্তানের নতুন শর্ত  © সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে নতুন শর্ত জুড়ে দিল পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বেশ বিপাকে পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এদিকে ভারত চায় না পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে, তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে হোক এশিয়া কাপ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, বাবররা কলকাতা ও চেন্নাইয়ে খেলার প্রস্তাব দিয়েছে।

মূলত এশিয়া কাপের ১৬তম আসর পাকিস্তানে ও ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর অনুষ্ঠিত হবে ভারতে। তবে কূটনৈতিক বৈরিতার কারণে দেশটিতে যেতে রাজি নয় ভারত। নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় রোহিতরা। তবে ছাড় দিতে নারাজ পাকিস্তানও।
তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত না আসলে তারাও সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না। তারাও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়। পাকিস্তানের প্রথম পছন্দ ছিল বাংলাদেশ। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এমনটা হতে দিতে নারাজ।

এর মধ্যে পিটিআই আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ভারতে বিশ্বকাপ খেলতে নতুন শর্ত দিয়েছে পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যু না হলেও তারা নির্দিষ্ট করে দিয়েছে ভেন্যুর তালিকা। খবর হিন্দুস্তান টাইমস, ক্রিকেটপাকিস্তান

ভারতের ১২টি শহরে হবে একদিনের বিশ্বকাপের ম্যাচগুলি। সব শহরে নাকি দল পাঠাতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। লিগ পর্বের ম্যাচগুলির জন্য পিসিবি কর্তারা আইসিসির কাছে তাদের পছন্দের কথা জানিয়েছেন। এশিয়া কাপ আয়োজন এবং একদিনের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসি কর্তাদের সঙ্গে কিছু দিন ধরে আলোচনা চালাচ্ছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। 
 
এই বিষয়ে আইসিসির ওই কর্মকর্তা নাকি বলেছেন, ‘পাকিস্তানের ভারতে আসার পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআই এবং ভারত সরকারের উপর। আইসিসিও সেই দিকেই তাকিয়ে রয়েছে। তবে পাকিস্তান কলকাতা এবং চেন্নাইয়ে তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলতে চাইছে। অতীতে তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে। তাই তারা মনে করছে, সেখানে তাদের খেলাটা খুবই নিরাপদ। 

আরও পড়ুন: বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা, অথচ জানেন না সাকিব

এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় কলকাতায়। এছাড়াও কলকাতায় তারা অনেক টুর্নেমেন্ট খেলেছে। সেই জন্য কলকাতায় খেলতে চায় তারা। কলকাতা এবং চেন্নাই এই দুই শহরের নিরাপত্তা খুব ভালো। তাই পাকিস্তানের প্রথম পছন্দ এই দুই শহর।' সেই সঙ্গে টিকিটের হাহাকার। 

তাই আইসিসি চাইছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচটি আয়োজন করতে। যেখানে ১ লক্ষ দর্শক এক সঙ্গে বসে খেলা দেখতে পারবে। সেখান থেকে বেশ লাভবানই হবে আইসিসি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence