এশিয়া কাপ সেপ্টেম্বরে, একই গ্রুপে ভারত-পাকিস্তান

রোহিত শর্মা ও বাবর আজম
রোহিত শর্মা ও বাবর আজম  © ফাইল ফটাে

এশিয়া কাপে ফের একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (এসিসি) জয় শাহ নিশ্চিত করেছেন এই খবর।

২০২৩ সালের সেপ্টেম্বরে আসরটি মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে এশিয়া কাপের এই আসরটি কোথায় হবে, সেটি পরিষ্কার করা হয়নি। তবে পাকিস্তানে অথবা শ্রীলঙ্কায় হতে পারে এই লড়াই।

এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে আরেকটি দল উঠে আসবে বাছাই পর্ব থেকে। গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। শক্তিশালী গ্রুপে বাংলাদেশ। 

এখন ভারত এবং পাকিস্তানের মধ্যেকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তাই দু’দলের মধ্যে যে কটা খেলা হয়, সেটা হয় এশিয়া কাপে নাহয় আইসিসি টুর্নামেন্টে। এশিয়া কাপ এবং বিশ্বকাপ মিলিয়ে গত কয়েক মাসে ৩ বার মুখোমুখি হয়েছে দু’দল। দু’বার এশিয়া কাপে এবং একবার বিশ্বকাপে। যার মধ্যে দুটি ম্যাচে জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে একটি। সেপ্টেম্বরে ফের দু’দেশ মুখোমুখি হবে।


সর্বশেষ সংবাদ