মেসির মাথায় মুকুট উঠবে নাকি অপরাজেয় ফ্রান্স

মূল লড়াইটা মেসি এমবাপ্পের
মূল লড়াইটা মেসি এমবাপ্পের  © ইন্টারনেট

অনেক রেকর্ড গড়ে আর নানা ঘটন-অঘটনের স্বাক্ষী হয়ে আজ পর্দা নামছে কাতার বিশ্বকাপ ফুটবলের। তবে এর আগে সব আলোচনার কেন্দ্রে আজকের ফাইনাল ম্যাচ। এর মাধ্যমে ৩৫ বছর পর আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ উঠবে, নাকি ফ্রান্স টানা দ্বিতীয়বারের মতো সোনালি শিরোপা নিয়ে যাবে, তা নিয়েই যত কথা। 

তবে এবারের আসরের সব আলো কেড়ে নিয়েছে দুজন। মেসি ও এমবাপ্পে। এই শিরোপা জিতলে শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে মেসির মাথায়। আর  আজ এমবাপ্পের হাতে ট্রফি উঠলে পেলের সঙ্গে তুলনাটা চলে আসবে। মরুর বুকে জমজমাট এই লড়াই দেখার অপেক্ষায় গোটা ফুটবলবিশ্ব।

মেসির বাঁ পায়ের জাদু বা এমবাপ্পের চিতার গতি- এ নিয়ে আগ্রহ বেশি। নজর থাকবে গ্রিজম্যানের মাঠজুড়ে ছুটে চলা বা এমিলিয়ানো মার্টিনেজের ছুটে গিয়ে গোল করার দৃশ্যেও। সত্যিকার অর্থেই দারুণ ফাইনাল উপভোগ করতে যাচ্ছে সবাই। ক্লিন্সম্যান আর আর্সেন ওয়েঙ্গার একটি ব্যাপারে একমত, আবেগে ফ্রান্সের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে।

দোহায় প্রায় ৪০ হাজার আর্জেন্টাইন পাসপোর্টে অ্যারাইভাল নিয়ে শহরে ঘুরছে। এশিয়ান, আফ্রিকানদের অনেকেও মেসির ১০ নম্বর জার্সি পরে মেট্রোয় স্প্যানিশ সুর তুলছে। এতো মেসিভক্তের আনাগোনা নজরে পড়েছে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমেরও।

তিনি বলেন, ‘দর্শক ম্যাচ জেতায় না, মাঠের ১১ জনকে জেতাতে হয়। আমরা চ্যাম্পিয়ন, সেভাবেই খেলব।' এভাবে শান্ত স্বরে কোচ হুমকি দিয়ে গেলেও দলের পাঁচ খেলোয়াড় জ্বরে ভুগছেন। ফাইনালে তাদের পাওয়ার আশা ছেড়েই দিতে হচ্ছে ফ্রান্সকে। অবশ্য দলে এমবাপ্পে, জিরুদ আর গ্রিজম্যান থাকলে বাকি জায়গাগুলো নিয়ে তেমন ভাবার নেই।

আরো পড়ুন: মরক্কোকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া

দু'দলের ১২ বারের দেখায় আর্জেন্টিনার জয় ছয়টিতে, ফ্রান্সের তিনটিতে। সম্প্রতি উয়েফা নেশন্স লিগেও ফ্রান্স ওপরের দিকে থাকতে পারেনি। তবে মঞ্চ যখন বিশ্বকাপের, তখন বিষয়টি ভাববার আর্জেন্টাইনদেরও। যদিও সৌদি আরবের কাছে হারার পর বড় ধাক্কাটা খেয়েছিল আর্জেন্টিনা। তার পরই আর্জেন্টিনাকে যেন পুনর্জন্ম দেয়। একে একে মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়াকে হারিয়েছে।

লাতিনে শেষবার ২০০২ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। তার পর কোনো দেশ বিশ্বকাপ জিততে পারেনি। সে কারণেই লাতিনের সবাই চান, কাপটা উঠুক মেসির হাতেই। ২০১৪ সালেও ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। একক নৈপূন্য দেখান মেসি। তবে এবার আছেন আলভারেজ, এনজো ফার্নান্দেজরা। ভালো একটা সমাপ্তিই চাইবেন তারা। রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে সোনালি ট্রাফি জয় করতে মাঠে নামবে দুই দল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence