গ্যালারিতে বসে মেসিদের গোল উপভোগ করলেন রোনালদিনহো

মেসিদের গোল উপভোগ করলেন রোনালদিনহো
মেসিদের গোল উপভোগ করলেন রোনালদিনহো   © সংগৃহীত

কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা। আর মাত্র একটি জয়। ঘুছাতে পারে ৩৬ বছরের খরা। আর্জেন্টিনাকে প্রথম গোলের স্বাদ দেন লিওনেল মেসি। এরপর জুলিয়ান আলভারেজের জোড়া গোলে জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় তাদের। চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। 

ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জুলিয়ান আলভারেজের প্রথম গোলের পর করতালির মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদিনহো। 

এদিন রোনালদিনহো হয়তো তার প্রিয় দেশ ব্রাজিলকে মিস করেছেন ঠিকই। কিন্তু প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জয়ও তাকে ছুঁয়ে গেছে। আর্জেন্টিনার দ্বিতীয় গোলের গুণমানের প্রশংসা করতেই পারেন তিনি।

এ সময় রোনালদিনহোর পুরনো সতীর্থ কাফুও উপস্থিত ছিলেন। এছাড়া বার্সেলোনার সতীর্থ লিওনেল মেসির নৈপূণ্য দেখেও খুশি হয়েছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।

২২ বছর বয়সী আলভারেজ নিজেদের প্রান্ত থেকে দুর্দান্তভাবে ছুটে ক্রোয়েশিয়ান রক্ষণভাগ ভেদ করে বল জালে জড়ান। এই গোলটিকে ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ডিয়েগো ম্যারাডোনার করা গোলটির সঙ্গে সামাজিক মাধ্যমে তুলনা করেছেন অনেক ভক্ত।

আরও পড়ুন: বিশ্বকাপকে বিদায় বলে দিয়েছেন মেসি

২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালের পর আবারো মেসির সামনে সুযোগ আসলো বিশ্বকাপ ট্রফি জয়ের। দুর্দান্ত মেসি যেভাবে আগাচ্ছেন তাতে বোধহয় ভাগ্যদেবতা তার দিকে মুখ তুলে তাকাতেও পারেন। এবার ৮ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এই আর্জেন্টাইন। 

প্রসঙ্গত, আগামী ১৮ ডিসেম্বর একই ভেন্যুতে ফ্রান্স-মরক্কোর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence