আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি  © সংগৃহীত

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যেনো মেসিকে ডেকেছে রেকর্ড ভাঙার হাতছানি দিয়ে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হলেন লিওনেল মেসি। বিশ্বকাপে ১১ নম্বর গোলটি করে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোলদাতার তালিকায় গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়ালেন তিনি।  

মাঠে নেমেই একটি রেকর্ডে নাম তুলে ফেলেন লিওনেল মেসি। ৩৪ মিনিটের মধ্যে ধরা দিল আরেকটি অর্জন। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন এককভাবে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। 

অন্যদিকে সাবেক জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোজার সঙ্গে আজকের ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত মেসি ছিলেন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ‘ক্যাপড প্লেয়ার’। এর আগে দুই জনেই বিশ্বকাপে খেলেছেন ২৪টি করে ম্যাচ। তবে ক্রোয়েটদের বিপক্ষে এই ম্যাচে নেমে আলবেসেলিস্তা অধিনায়ক ছাপিয়ে গেছেন ক্লোজাকে।

এর আগে, বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল দাতা ছিলেন দুজন। একজন লিওনেল মেসি ও আরেকজন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১০ গোল করেছেন মেসি। বাতিস্তুতার গোলও ১০টি। 

আরও পড়ুন: দাপুটে জয়ে শিরোপা থেকে এক ম্যাচ দূরে মেসির আর্জেন্টিনা

২০০৬ বিশ্বকাপে ১টি, ২০১৪ বিশ্বকাপে ৪টি, ২০১৮ বিশ্বকাপে ১টি এবং কাতার বিশ্বকাপে ৪টি গোল করেছেন মেসি। কিন্তু কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে নিজেকে আবারো শ্রেষ্ঠ প্রমাণ করলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার রেকর্ড করলেন তিনি। 

এমনকি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল সহায়তাকারীর তালিকায় শুধুমাত্র দিয়েগো ম্যারাডোনার পেছনে আছেন লিওনেল মেসি। এরসঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলা জার্মানির লুথার ম্যাথাউসের পাশেও নাম লিখিয়েছেন এই ক্ষুদে জাদুকর।


সর্বশেষ সংবাদ