ফুটবল বিশ্বকাপ নিয়ে অক্সফোর্ডের গবেষণার সবই ভুল

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কাতারে ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব ও শেষ ষোলোর ম্যাচ শেষে এখন চলছে কোয়ার্টার ফাইনাল। আজ এবং আগামীকালের ম্যাচ শেষে শুরু হবে সেমিফাইনালের লড়াই। এর মধ্যেই প্রায় পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণা। বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠতে যাচ্ছে এবং কারা কোন পর্যন্ত খেলবে- তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল বিশ্ববিদ্যালয়টি।

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিসংখ্যানগত সেই গবেষণায় বলা হয়েছিল, এবারের ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে ব্রাজিল। দেশটি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। আর্জেন্টিনা সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বলা হয়েছিল। তবে আর্জেন্টিনা সেমিতে গেলেও ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া তাদের প্রতিপক্ষ।

সেমির অপর দুই দল হিসেবে ফ্রান্স ও বেলজিয়ামের কথা বলা হয়েছিল। তবে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। ফ্রান্স এখনো ঠিক পথেই আছে। কোয়ার্টারের হিসাবে কয়েকটি দল গবেষণার সঙ্গে মিললেও সেমিতে এসে সব ওলটপালট হয়ে গেছে।

আরো পড়ুন: ডাচদের কাঁদিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ নিয়ে গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে গবেষণা করা হয়েছে। এতে দেখানো হয়, কোন দল বিশ্বকাপে কোথায় যাবে এবং শিরোপা পাবে। গবেষণাটি তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষক জশুয়া বুল।

এতে বলা হয়, ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে হেক্সার শিরোপা উঁচিয়ে ধরবে সাম্বার অনুসারীরা। তবে বেলজিয়াম বিদায় নিয়েছে প্রথম পর্বেই। শেষ ষোলোয় ওঠার কথা বলা হলেও বিদায় নিয়েছে জার্মানি, ইরান, মেক্সিকো, ডেনমার্ক। বিদায় নিয়েছে স্পেনও। ফলে শেষ ষোলো ও সেমিফাইনাল নিয়ে অক্সফোর্ডের হিসাবও ভুল প্রমাণিত হলো।


সর্বশেষ সংবাদ