ক্যামেরুনের বিপক্ষে সেরা একাদশের পরিকল্পনা নেই ব্রাজিলের

ক্যামেরুনের বিপক্ষে সেরা একাদশের পরিকল্পনা নেই ব্রাজিলের
ক্যামেরুনের বিপক্ষে সেরা একাদশের পরিকল্পনা নেই ব্রাজিলের  © সংগৃহীত

টানা দুই জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে নির্ভার ব্রাজিল। অন্যদিকে আজকের ম্যাচের প্রতিপক্ষ দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া ক্যামেরুনের ভাগ্য ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। একই সময়ে শুরু হওয়া সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচের ফল অনুকূলে না থাকলে ব্রাজিলের বিপক্ষে জিতেও লাভ হবে না ক্যামেরুনের। ‘জি’ গ্রুপের এ দুটি ম্যাচ দিয়েই আজ শেষ হচ্ছে গ্রুপপর্বের লড়াই।

শুক্রবার রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল।

ব্রাজিলের শেষ ১৬ নিশ্চিত হলেও গ্রুপসেরা হতে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ থেকে একটি পয়েন্ট নিতেই হবে সেলেসাওদের। এর মধ্যে দলটির ইঞ্জুরিতে থাকা নেইমারকে নিয়ে দোটানায় ব্রাজিল। আগেই জানা গিয়েছিল, ব্রাজিলের গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ মিস করবেন নেইমার। শেষ ষোলোতেও খেলা অনেকটা অনিশ্চিত। 

ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম বলছে, শুধু গ্রুপপর্ব থেকেই নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন নেইমার। তবে কোচ অথবা ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের কেউ এখনও এ বিষয়ে মুখ খোলেননি। এদিকে ক্যামেরুনের বিপক্ষে সেরা একাদশ নামানোর পরিকল্পনা নেই ব্রাজিলের। বেঞ্চে থাকা খেলোয়াড়দের একবার পরীক্ষা করে দেখতে চান ব্রাজিল কোচ।

আরও পড়ুন: স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় এশিয়ার পরাশক্তি জাপান

গোলবারে তিতের বিশ্বস্ত অ্যালিসনকে হয়তো একাদশে দেখা যাবে না। তার পরিবর্তে খেলবেন ম্যানসিটি গোলরক্ষক এডারসন। ডিফেন্ডেও সিলভা-মারকুইনহোসকে বসিয়ে ব্রেমার ও মিলিতাওকে সেন্টার ব্যাকে পরীক্ষা করে দেখবেন তিতে।

অন্যদিকে ক্যাসেমিরো, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনদের মতো তারকাদেরও ক্যামেরুনের বিপক্ষে বিশ্রাম দেবেন বলে আশা করা হচ্ছে। সে কারণে নতুন করে লিভারপুলের মিডফিল্ডার ফ্যাবিনহো এবং ডিফেন্ডার দানি আলভেসরা দলে আসতে চলেছেন একপ্রকার নিশ্চিতই।

আর স্ট্রাইকারে রিচার্লিসনের পরিবর্তে দেখা জেতে পারে গ্যাব্রিয়াল জেসুস অথবা পেদ্রোকে। উইঙ্গে মার্টিনেলি-অ্যান্টনিকে শুরুর একাদশে খেলিয়ে দেখবেন ব্রাজিল কোচ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

এডারসন, দানি আলভেস, মিলিতাও, ব্রেমার, তেলেস, ফ্যাবিনহো, ফ্রেড/গুইমারেস, রড্রিগো/রিবেইরো, মার্টিনেলি, গ্যাব্রিয়েল জেসুস/পেদ্রো, অ্যান্টনি।


সর্বশেষ সংবাদ