স্পেনকে হারিয়ে শেষ ষোলোয় এশিয়ার পরাশক্তি জাপান

স্পেনের বিপক্ষে জাপানের উল্লাস
স্পেনের বিপক্ষে জাপানের উল্লাস  © ইন্টারনেট

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে জিতে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প লিখেছে এশিয়ান জায়ান্ট জাপান। স্পেনের বিপক্ষে ১–০ গোলে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২–১ গোলে জয় তুলে নিয়েছে। এতে নকআউট পর্বের পাশাপাশি নিশ্চিত করেছে শীর্ষ স্থানও। অন্যদিকে হেরেও শেষ ষোলোতে উঠেছে স্পেন।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে চিরচেনা রূপে ছিল স্পেন। গোলমুখ উন্মোচনের চেষ্টা করে তারা। বিপরীতে জাপান ছিল ৫ জনকে রক্ষণে রেখে গোলের সুযোগ তৈরির চেষ্টায়। তবে এই কৌশল মুখ থুবড়ে পড়ে ১১ মিনিটে। গোল করে এগিয়ে যায় স্পেন। হেড দিয়ে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। 

প্রতি–আক্রমণে হুটহাট উইং ধরে ওঠার চেষ্টা করলেও থামিয়ে দিচ্ছিল স্প্যানিশ ডিফেন্ডাররা। ২২ মিনিটে স্পেনের আরেকটি আক্রমণ জাপানকে হুমকিতে ফেললেও গোল হয়নি। স্পেনের পজিশনিং ও পাসে নাভিশ্বাস উঠছিল জাপানের।

আরো পড়ুন: বড় জয়েও বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেনকে চমকে দেয় জাপান। কৌশল বদলে পাল্টা চাপে ফেলার চেষ্টা করে তারা। ফল আসে ৪৮ মিনিটে। স্প্যানিশ ডিফেন্সের ভুলে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন রিতসু দোয়ান। বলে হাত লাগিয়েও বাইরে পাঠাতে পারেননি উনাই সিমন। পরাস্ত হন স্প্যানিশ গোলরক্ষক।

ম্যাচের ৫১ মিনিটে দারুণ এক আক্রমণে স্প্যানিশ ডিফেন্সে ঢুকে বল পাস দেন দোয়ান। সেই বল আও তানাকার কাছে পাঠান কারোরু মিতোমা। লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচে লিড নেয় জাপান। পরপর দুই গোল খেয়ে চাপে পড়ে যায় স্পেন। ফল বদলাতে একাধিক পরিবর্তন আনেন লুইস এনরিকে। তবে কাজে লাগেনি। শেষ পর্যন্ত ফিরতে পারেনি স্পেন।


সর্বশেষ সংবাদ