চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের স্ট্রাইকার বেনজেমা

করিম বেনজেমা
করিম বেনজেমা  © রয়টার্স

অনুশীলনে চোট পেয়ে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ফ্রান্সের স্ট্রাইকার করিম বেনজেমা। শনিবার (১৯ নভেম্বর) ফরাসি ফুটবল ফেডারেশন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

শনিবার অনুশীলন চলাকালীন গুরুতর পেশির ইনজুরির কারণে অনুশীলন সেশন ছাড়তে বাধ্য হন স্ট্রাইকার করিম বেনজেমা। মৌসুমের শুরু থেকেই ইনজুরিতে ভুগছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচও খেলতে পারেননি বেশি। তবে ইনজুরি কাটিয়ে অনুশীলনে এসে পুরনো ক্ষতো আবারো তাজা করলেন বেনজেমা। 

আরও পড়ুন: ৩২ শতাংশ স্কুলশিক্ষকের প্রশিক্ষণ নেই।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, "করিমের জন্য আমি অত্যন্ত দুঃখিত যে এই বিশ্বকাপকে একটি প্রধান লক্ষ্য বানিয়েছিল। ফরাসি দলের জন্য এই নতুন ধাক্কা সত্ত্বেও, আমি আমার গ্রুপের উপর পূর্ণ আস্থা রাখি। আমাদের জন্য যে বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা মোকাবেলায় আমরা সবকিছু করব," বলেছেন কোচ। এক বিবৃতিতে দিদিয়ের দেশচ্যাম্পস।

ইনজুরির কারণে ইতিমধ্যেই প্রভাবশালী মিডফিল্ডার পল পোগবা এবং এন'গোলো কান্তে ছাড়া মঙ্গলবার ডি গ্রুপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে ফ্রান্স।


সর্বশেষ সংবাদ